অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালের ক্যাথ ল্যাবে নিয়ে যাওয়া হল। সেখানেই তাঁর অ্যাঞ্জিওগ্রাম হয়েছে। এদিনই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করারও পরিকল্পনা রয়েছে। জানা গিয়েছে, দুটি নয়, আপাতত একটি স্টেন্ট বসবে তাঁর।
সৌরভের পরিবারের অনুরোধে বেঙ্গালুরু থেকে বৃহস্পতিবার সকালেই কলকাতায় উড়ে আসেন বিশিষ্ট হৃদ্রোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। সৌরভের শারীরিক পরীক্ষার রিপোর্ট তিনি খতিয়ে দেখছেন।
বুধবার দুপুরবেলা হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সৌরভ গঙ্গোপাধ্যায় হঠাৎ করে নার্সিংহোমে ভর্তি হন। বুধবার গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সৌরভকে। গাড়ি থেকে নেমে হেঁটেই হাসপাতালে ঢোকেন তিনি।
আরও পড়ুনঃ বিওএ সচিবকে সংবর্ধনা চকবল কর্তাদের
সেখানে চিকিৎসক আফতাব খান, সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডলের পর্যবেক্ষণে রয়েছেন। ক্যাথ ল্যাবে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে সৌরভের। তাঁর ইকো কার্ডিয়োগ্রাম এবং ইসিজি করা হয়েছে। এর আগে, গত ২ জানুয়ারি জিম করার সময় অসুস্থ হন ভারতের প্রাক্তন অধিনায়ক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584