নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
প্রথম তিন বছর অর্থাৎ ২০০৮,০৯ এবং ১০ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে কোচ ও ক্যাপ্টেন বিতর্কে সরগরম ছিল। কোচ জন বুকানন প্রথমবার সৌরভকে মেনে নিলেও পরের বার তাঁর অধিনায়কত্ব কেড়ে নেন। আর তাঁর মাল্টিপ্লেল ক্যাপ্টেন্সি নিয়েও ক্রিকেটে রব উঠেছিল।

গ্রেগ চ্যাপেলের পর এই অস্ট্রেলিয় কোচের সঙ্গেও সৌরভের সম্পর্ক ভালো ছিল না। অনেক বছর পর ফের সৌরভকে এক হাত নিলেন বিশ্বকাপ জয়ী কোচ বুকানন। তিনি বলেন, ক্রিকেটার বা অধিনায়ক হিসেবে টি-২০ ফর্ম্যাটে খেলার যোগ্যতা ছিল না সৌরভের। কারণ, ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে অধিনায়ককে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। সেই ক্ষমতা সৌরভের ছিল না।এটা ও মানতে চাইতো না।‘
আরও পড়ুনঃ ইডেনে বিজ্ঞাপনি শুটিংয়ে সৌরভ, আশাবাদী ভালো ভাবেই আইপিএল শেষ হবে
প্রসঙ্গত সৌরভকে প্রথম তিন বছরের পর কেকেআর বাদ দেয় দল থেকে খারাপ পারফরম্যান্স করার জন্য পরের দুই বছর ও পুনে দলে গিয়ে সাফল্য পাননি আর দেশের জার্সিতে তিনি টি টোয়েন্টি ম্যাচ খেলেন নি কখনও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584