“স্বার্থের দ্বন্দ্ব” প্রশ্নে আবারও একটি পদ ছাড়লেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী

0
74

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দল মোহনবাগান এটিকে’র পরিচালক পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সৌরভ গাঙ্গুলী। মোহনবাগান দলের মালিক আরপিএসজি গ্রুপ আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ কিনে নেওয়ার দুই দিন পর এই সিদ্ধান্ত জানালেন সৌরভ। সম্ভাব্য স্বার্থসংঘাত এড়াতে সৌরভ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্ব পান সৌরভ গাঙ্গুলী। এর পাশাপাশি মোহনবাগানের পরিচালকের দায়িত্বও পালন করছিলেন। কিন্তু মোহনবাগানের মালিক সঞ্জীব গোয়েনকার মালিকানাধীন আরপিএসজি গ্রুপ কয়েক দিন আগে নিলামে আইপিএলের নতুন যুক্ত হওয়া দল লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছে। এতে সম্পূর্ণ ব্যাপারটি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

Sourav Ganguly with Maradona
কিংবদন্তি মারাদোনার সঙ্গে গাঙ্গুলী। ছবি: টুইটার

কারণ, বিসিসিআইয়ের সভাপতি হয়ে আইপিএলের কোনো দলের মালিকানা আছে, এমন কোনো প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না সৌরভ গাঙ্গুলী। এই গুঞ্জন উঠতে না উঠতেই মোহনবাগানের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

এক দৈনিক সংবাদ সংস্থা সঙ্গে কথা বলার সময় বিষয়টি নিশ্চিত করেন সৌরভ গাঙ্গুলী । তবে তিনি এই ব্যাপারে বিস্তারিত কিছু জানানি। শুধু সংক্ষেপে বলেছেন, “ইয়েস আই হ্যাভ” অর্থাৎ হ্যাঁ আমি পদত্যাগ করেছি।

আরও পড়ুনঃ নামিবিয়ার চমক অব্যাহত! স্কটল্যান্ডকে হারিয়ে নিজেদের সেরাটা তুলে ধরলেন বিশ্বকাপের মূল মঞ্চে

অভিযোগ উঠেছিল, আইপিএলের একটি দলের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকার কারণে সৌরভ গাঙ্গুলী আর বিসিসিআইয়ের সভাপতি থাকতে পারেন না। এ বিষয় গোয়েনকাকে জিজ্ঞেস করা হলে সৌরভ গাঙ্গুলীই ভালো বলতে পারবেন বলে জানান তিনি। এক টিভি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় অবশ্য নিজের ধারণা তুলে ধরেছিলেন গোয়েনকা, ‘আমার মনে হয় সৌরভ মোহনবাগান থেকে পুরোপুরি পদত্যাগ করবে। হয়তো আজই সে এর ঘোষণা দেবে।’

আরও পড়ুনঃ ভারতীয় দলের হেড স্যারের পদে আবেদন করলেন রাহুল

মোহনবাগানের পরিচালক পদ থেকে সরে যাওয়ায় এ বিষয়ে ওঠা অভিযোগ অনেকাংশেই কমে যাবে বলে মনে করেন ঘনিষ্ঠজনেরা। এর আগেও সৌরভের বিরুদ্ধে একই রকম অভিযোগ উঠেছিল। ২০১৯ সালে তিনি একই সঙ্গে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির পাশাপাশি আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসেরও পরামর্শক ছিলেন। এই ঘটনা তখন বেশ আলোচনার জন্ম দেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here