অঞ্জন চ্যাটার্জী,স্পোর্টস ডেস্কঃ
রোহিত শর্মাকে নিয়ে বোর্ডের নাটক অব্যাহত। তাঁর চোট নিয়ে জল্পনা চলছেই। এবার সেই জল্পনায় জল ঢালার চেষ্টা করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “রোহিত ৭০ শতাংশ ফিট। সেই জন্যই তাঁকে শুধুমাত্র টেস্ট সিরিজের জন্য দলে নেওয়া হয়েছে।“
সৌরভের এই কথার অর্থ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের শেষ তিন ম্যাচে পুরো ফিট না হয়েই মাঠে নেমে পড়েছিলেন রোহিত। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৪ ম্যাচে খেলেন নি তিনি। সেই সময়েই অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করে বিসিসিআই। কোনও দলেই রাখা হয়নি তাঁকে।
আরও পড়ুনঃ এবার গল্ফ হাতে সচিন ও লারা
পরবর্তী সময় শুধুমাত্র টেস্ট সিরিজের দলে ঘটে রোহিতের অন্তর্ভুক্তি।যদিও রোহিতের চোট কতটা গুরুতর সেই নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছিল। প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর-ও বিসিসিআই-এর তরফে রোহিতের চোট নিয়ে কোনও স্বচ্ছতা দেখানো হচ্ছে না বলে জানিয়েছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584