অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
বুধবার ছুটি পাবেন সেই আগ্রহে হাসপাতালের বাইরে লম্বা ভিড় সাংবাদিকদের। কিন্তু বরাবরের মত নিজের স্ক্রিপ্ট নিজেই লেখেন তাই আজ নয়, কাল হাসপাতাল থেকে ছুটি পাবেন মহারাজ। উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিজেই আরও একদিন বিশ্রামে থাকার আর্জি জানিয়েছেন বিসিসিআই সভাপতি। বুধবার সকালে সাংবাদিকদের একথা জানিয়েছেন উজল্যান্ডসের সিইও রূপালি বসু।
তিনি জানান, বুধবার সকালবেলা হাসপাতালে হাল্কা ব্রেকফাস্ট করেছেন সৌরভ। বর্তমানে ক্লিনিক্যালি সম্পূর্ণ সুস্থ রয়েছেন দাদা। তাঁর এখন শারীরিক কোনও সমস্যা নেই। তবে বাড়তি একদিন হাসপাতালে থেকে যাওয়ার জন্য মহারাজের অনুরোধ হাসপাতাল কর্তৃপক্ষ মেনে নিতে দেরি করেনি। তারাও সম্মতি জানিয়েছেন সৌরভের ইচ্ছেই।
সৌরভের ছাড়া পাওয়ার খবরে বুধবার সকাল থেকেই হাসপাতালের বাইরে সৌরভ-ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকের হাতে ছিল প্ল্যাকার্ড ‘কামব্যাক দাদা’! একই ছবি ধরা পড়েছে সৌরভের বেহালার বাড়ির সামনেও। প্ল্যাকার্ড নিয়ে ভক্তদের দেখা গিয়েছে তাঁর বেহালা চৌরাস্তার বাড়িতেও।
আরও পড়ুনঃ রোহিত বড় শত রান করবে সিডনিতে-বলছেন লক্ষ্মণ
বাড়ি ফিরলেও আপাতত বিশ্রামেই থাকতে হবে দাদাকে। জানিয়েছেন চিকিৎসকরা। সপ্তাহদুয়েক পর তাঁর হৃদ্যন্ত্রের ধমনীতে আরও দু’টি স্টেন্ট বসানোর কথা। মঙ্গলবার সৌরভের সঙ্গে কথা বলেন বিশিষ্ট হৃদ্রোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি। শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন মেডিক্যাল বোর্ডের সঙ্গেও। তবে চিকিৎসার রিপোর্ট দেখে সন্তুষ্ট দেবী শেট্টি। তিনি জানান, সৌরভের হার্ট অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে। চাইলে তিনি ক্রিকেটও খেলতে পারবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584