অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ভারতের প্রথম দিন রাতের টেস্ট তার উদ্যোগেই হয়েছিল তিনি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, ইডেনে প্রথম গোলাপি টেস্ট করে সারা ফেলে দেন। ইডেনের পরে এবার বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মাটিতে দ্বিতীয় গোলাপি বল টেস্ট।
তবে এবার বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় অসুস্থতার জন্য থাকতে পারছেন না। মন খারাপ সৌরভের। সৌরভ টুইটে জানান, “আজ স্টেডিয়ামে থাকতে পারলাম না। খুব মিস করব। এই স্টেডিয়াম তৈরির জন্য কী পরিশ্রম করতে হয়েছে, সেটা বুঝতে পারছি। গোলাপি বলের টেস্ট আমাদের স্বপ্ন ছিল। ভারতে দিন-রাতের দ্বিতীয় টেস্ট হতে চলেছে। গতবারের মতো ভরা গ্যালারি দেখার আশায় রইলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর নেতৃত্বে তৈরি হয়েছে এই স্টেডিয়াম ওদের ধন্যবাদ।“
আরও পড়ুনঃ গাড়ি দুর্ঘটনার কবলে গল্ফার টাইগার উডস, চলছে অস্ত্রোপচার
এরপর বোর্ড সচিব অমিত শাহর উদ্দেশ্যে বোর্ড সভাপতি লেখেন, “গুজরাট এবং ভারতের প্রত্যেক ক্রিকেটারের জন্য এরকম একটা পরিকাঠামো তৈরি হয়েছে। জয় শাহ এবং গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সব পদাধিকারী এবং সদস্যরা আজ গর্ব বোধ করছেন। স্টেডিয়াম তৈরি হওয়ার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। আজকের জন্য শুভেচ্ছা।“ উত্তরে জয় শাহ লেখেন, “ধন্যবাদ, সৌরভ ভাই তোমাকে মিস করব।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584