কেমন হবে ৪৯ পূর্ণ সৌরভের জন্মদিন?

0
135

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

বাংলার গর্ব বাঙালির ‘দাদা’। আজ, ৮ জুলাই ৪৯ পূর্ণ করে ৫০ এ পা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। লর্ডস জয়ের ২৫ বছর উদযাপনের রেশ কাটতে না কাটতেই মহারাজের পছন্দের সেরা জন্মদিনেরও এবার ২৫ বছর পূর্ণ হল। এই মহারাজকীয় জন্মদিনে গতকাল বুধবার রাত থেকেই অনুগামীদের শুভেচ্ছায় উপচে পড়ছে সোশ্যাল মিডিয়া।

Saurav Ganguly
সৌজন্যেঃ ইন্ডিয়া টিভি

একটা সময় ছিল ৮ জুলাই দিনটি কীভাবে উদযাপন করা হবে, তার ব্লু প্রিন্ট তৈরি করতেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। তবে এখন মহারাজের জন্মদিন কীভাবে পালন করা হবে তার পুরো প্ল্যান করেন কন্যা সানা। কখন, কী ফ্লেভারের কেক কাটা হবে, কীভাবে বাড়ি সাজানো হবে, মেন্যুতে কী থাকবে, সব কিছুই এখন ঠিক করেন সানা।

Sourav and Sana
ছবি: ইনস্টাগ্রাম

৫০-এ পা রাখা সৌরভ এ বার তাঁর কন্যা সানার পছন্দের কেকটাই কাটবেন। ঘরোয়া ভাবে পালন করা হবে বিসিসিআই সভাপতির জন্মদিন। ৪৯ তম জন্মদিনে ক্রিকেটের মহারাজকে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় উপহার দিলেন ব্র্যান্ড নিউ এমআই আল্ট্রা ১১ মোবাইল। এই ফোনের দাম ৬৯,৯৯৯ টাকা। সেই ছবি নিজের ইনস্টাগ্রামেও দেন ডোনা। তারপরই দ্রুত ভাইরাল হয় সেই ছবি।

ক্রিকেটের মহাতীর্থ- লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর সেই ছবি এখনও উজ্জ্বল প্রত্যেক ক্রিকেটপ্রেমীর মনে। ২৫ বছরেও সেই ছবি অমলিন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আজও রোমহর্ষক এক দৃশ্য। ভারতীয় ক্রিকেটের পুনরুত্থানের এক ছবি।

Sourav Ganguly
ছবিঃ সংগৃহীত

ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকেই হারিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ন্যাট ওয়েস্ট ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। ২০০২ সালে লর্ডসে ন্যাট ওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডের ৩২৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয়।

Sourav Ganguly
সৌজন্যেঃ হিন্দুস্তান টাইমস

ভারতীয় ক্রিকেটে অন্যতম সময় নিয়ে এসেছিলেন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্যাপ্টেন হিসাবে তাঁর স্পিরিট ছিল অন্য ধরনের। সেহওয়াগ, জাহির খান, হরভজন সিং, ভিভিএস লক্ষ্মণ থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি আরও অনেকেই সৌরভের অধিনায়কত্বেই তৈরি হয়েছিলেন ভারতীয় দলের জন্য। তবে হঠাৎই একটি অধ্যায় ভেঙে দেয় ভারতীয় ক্রিকেটের এই সাজানো বাগানকে।

Sourav Ganguly Greg Chappell
সৌরভ গঙ্গোপাধ্যায় ও গ্রেগ চ্যাপেল, সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও গ্রেগ চ্যাপেলের বিতর্কটাই একটি অন্যতম কারণ। গ্রেগের কথা অনুযায়ী, সৌরভ গঙ্গোপাধ্যায় শুধুই অধিনায়ক ছিলেন। তাঁর নিজের খেলার কোনও পারফরম্যান্স ছিল না। যদি একবার পিছন ফিরে সেই দিনগুলো দেখলে দেখা যায়, ভারতীয় দলে অধিনায়কত্ব প্রথম কেড়ে নেওয়া হয়েছিল সৌরভের থেকে। সেই অধিনায়কত্ব কেড়ে নিয়ে রাহুল দ্রাবিড়কে দিয়েছিলেন গ্রেগ চ্যাপেল। তারপর দলের থেকে বাদ দেওয়া হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। শুধু একদিনের দল থেকেই নয়, টেস্ট দল থেকেও বাদ পড়েছিলেন সৌরভ। তবে পরিসংখ্যানের নিরিখে এমনটা যথাযথ ছিলো না ভারতীয় দলের অনুযায়ী।

Sourav Ganguly
ছবিঃ সংগৃহীত

সেইসময়ে সৌরভ বাদ পড়তেই দেশ জুড়ে শুরু হয়েছিল মহারাজকে মাঠে ফেরানোর আন্দোলন। গ্রেগ চ্যাপেল নাকি ২০০৩ সালে বিশ্বকাপ ফাইনাল খেলা ভারতীয় দলকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন, এমনটাই অভিযোগ উঠছিলো বিভিন্ন মহল থেকে। সৌরভ বাদ পড়ায় কলকাতার মাটিতেও চলেছিল আন্দোলন। দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটি ম্যাচে ইডেন গার্ডেন্সে সৌরভকে ফের দলে ফেরানোর অঙ্গীকারে উচ্ছ্বাস দেখিয়েছিলেন ভারতীয় সমর্থক ও মহারাজ ভক্তরা।

India cricket team
ছবিঃ সংগৃহীত

শুধু তাই নয়, ২০০৭ সালের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্সই বলে দিয়েছে কতটা অপ্রস্তুত ছিল ভারতীয় দল। ফলে সৌরভ সহ বিভিন্ন ক্রিকেটারদের দোষারোপ করলেও, গ্রেগ চ্যাপেল আসার আগেও অনেক বড় টুর্নামেন্টে জিতেছিল ভারতীয় দল।

আরও পড়ুনঃ স্বপ্নকে বাস্তবে পরিণত করার আরেক নাম মহেন্দ্র সিং ধোনি

Sourav Ganguly
সৌজন্যেঃ টাইমস অফ ইন্ডিয়া

বিসিসিআইয়ের সভাপতি হিসেবে ২০১৯ সালে পথ চলা শুরু করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট ছাড়ার পর থেকেই ক্রিকেট প্রশাসক হিসেবে যথেষ্ঠ দক্ষতার পরিচয় দিয়েছেন সৌরভ। বিসিসিআই সভাপতি হওয়ার আগে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রধান হিসেবে কাজ করছিলেন।

Sourav Ganguly
ছবিঃ সংগৃহীত

২০১৪ সাল থেকে সিএবির সভাপতি হিসেবে কাজ শুরু করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সময় সিএবির সচিব ছিলেন জগমোহন ডালমিয়ার ছেলে অভিষেক ডালমিয়া। এরপর ২০১৯ সালের ২৩ অক্টোবর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হিসেবে নিযুক্ত হন সৌরভ গঙ্গোপাধ্যায়। সচিব হিসেবে নিযুক্ত হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ। তিনিও গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশের যুগ্ম সচিব হিসেবে কাজ করেছিলেন। এই মুহূর্তে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবেও কাজ করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here