আগামী এক মাস নিষিদ্ধ জিম, জানালেন সৌরভের চিকিৎসক

0
59

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

sourav ganguly | newsfront.co
ফাইল চিত্র

সুস্থ হয়ে রবিবার সকালে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সুস্থ হলেও মানতে হবে একাধিক নিয়ম। আগামী একমাস জিম করতে পারবেন না মহারাজ। খাওয়া দাওয়াতেও থাকছে নিয়মের জাল। গত ২ জানুয়ারি যখন অসুস্থ হয়ে পড়েন তখন ডাক্তাররা জানিয়েছিলেন সৌরভের প্ৰিয় বিরিয়ানি, খাসির মাংস ও দুধ চা খেতে পারবেন না সেটা বহাল থাকল সাফ জানিয়ে দিলেন তাঁর অন্যতম চিকিৎসক সপ্তর্ষি বসু।

বাইপাস সংলগ্ন হাসপাতাল থেকে মহারাজের সঙ্গেই তাঁর বাড়িতে এসেছিলেন সপ্তর্ষি বসু। আগামী দুই সপ্তাহ বিশ্রাম এবং পরিমিত খাওয়া দাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ডাক্তারদের পক্ষ থেকে।

ডাক্তার সপ্তর্ষি বসু বললেন, “সৌরভ এখন সম্পূর্ণ সুস্থ। তবে আগামী একমাস জিম করতে পারবেন না। চর্বি এবং স্নেহজাতীয় খাবার খেতে বারণ করা হয়েছে। এই পরিস্থিতিতে ওঁর জন্য তরল জাতীয় খাবারই সঠিক। সেই পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া অন্তত দুই সপ্তাহের বিশ্রামেও থাকতে হবে। তবে সকাল-বিকেল বাড়ির বাগানে হাঁটাচলা করতে পারবেন।”

আরও পড়ুনঃ শেষ হল আইএফএ’র ‘সি’ লাইসেন্স প্রদান পর্ব

এরপরেই তিনি যোগ করেছেন, “দাদা অত্যন্ত স্বাস্থ্য সচেতন। তাই এত বড় ঝক্কির পরেও পুরো ফিট। কারণ ওঁর হৃদযন্ত্রের অবস্থা খুব ভাল । তাই আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here