বিশ্বকাপে ব্রাজিলের সঙ্গে মেসির জন্যেও গলা ফাটাবেন সৌরভ

0
101

কৌশিক ভট্টাচার্য, খেলাঘরঃ

২০১৮ ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের সঙ্গে মেসির জন্যেও গলা ফাটাবেন সৌরভ
তাঁর ফুটবল প্রীতির কথা সবাই জানেন। নিজেও একসময় চুটিয়ে ফুটবল খেলেছেন। স্বাভাবিকভাবেই আর পাঁচটা বাঙালির মতোই সৌরভ গাঙ্গুলিও ফুটবলের বিশ্বকাপ জ্বরে কাবু। ব্রাজিলের অন্ধ ভক্ত দাদা। একই সঙ্গে আর্জেন্টিনার মেসির ভক্ত। তাঁর হৃদয়ে ব্রাজিল। কিন্তু মেসির স্কিল তাকেও কাত করেছে। তাই এই বছরের ২০১৮ রাশিয়ায় ফুটবল বিশ্বকাপে মেসির বাঁ পায়ের ভেলকি দেখতে মুখিয়ে আছেন সৌরভ। গাঙ্গুলির কথায়, ‘মেসি-ম্যাজিক দেখার আপেক্ষায় আছি। এবারের বিশ্বকাপ জিততে পারে ও। তাহলে এই বিশ্বকাপ ওর কাছে স্মরণীয় হয়ে থাকবে।’
প্রাক্তণ ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিএকসময় ফুটবলই খেলতেন। ফুটব্লেই নিজের কেরিয়ার করার কথা ভেবেছিলেন। কিন্তু ঘটনাচক্রে চলে আসেন ক্রিকেটে। তাই ক্রিকেট খেললেও ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা কম নয় মোটেই। খেলা ছাড়ার পর বেশ কয়েকটি প্রদর্শনী ফুটবল ম্যাচও খেলেছেন।
এবারের রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল, আর্জেন্টিনা এবং জার্মানীর কোনও ম্যাচ দেখা বাদ দেবেননা বলে জানালেন সৌরভ। মুচকি হেসে বললেন, ‘আমি ব্রাজিল দলের অন্ধ ভক্ত। কিন্তু মেসির খেলার অনুরাগী।’ একইসঙ্গে অনুর্ধ ১৯ জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন অর্জুন তেণ্ডুলকরকে। আগামী মাসেই শ্রীলঙ্কা সফরে দুটি চারদিনের ম্যাচ এবং ৫ টি একদিবসীয় ম্যাচের সিরিজ খেলতে অনুর্ধ ১৯ জাতীয় দল উড়ে যাচ্ছে দ্বীপ রাষ্ট্রে। গাঙ্গুলি বলেন, ‘ওকে অনেক শুভেচ্ছা। ওর খেলা কোনওদিন দেখিনি। তবে আশা করি ও ভালোই খেলবে।’
ইংল্যান্ড সফরে বিরাট ব্রিগেডের ভালো ফলের ব্যাপারে আশাবাদী দাদা। যদি দক্ষিণ আফ্রিকা সফরের খেলা যদি ভারতীয় দল খেলতে পারে তাহলে পেছনে ফিরে তাকাতে হবে না বলে মনে করেন গাঙ্গুলি। তাঁর কথায়, ‘ইংল্যাণ্ডে ভারতের জয়ের ব্যাপারে আমি আশাবাদী। দক্ষিণ আফ্রিকায় যে খেলা খেলেছিল সেই খেলা ধরে রাখতে পারলে নিশ্চিত ভারত জিতবে।’
আগামী ইংল্যান্ড সফরে ৩ টি টি টোয়েণ্টি, ৩ টি একদিনের ম্যাচ এবং ৫ টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। সফরের প্রথম ম্যাচ শুরু হবে ৩ জুলাই থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here