জোহানেসবার্গে রেকর্ড বদলে দ্বিতীয় টেস্টে হার ভারতীয় দলের

0
63

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু করেছিল জোহানেসবার্গে কখনোই না হারার রেকর্ড ও প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের হাতছানি সঙ্গী করে। ম্যাচের আগেই ছিটকে গেলেন বিরাট কোহলি। ২০২ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গেলেও শার্দুল ঠাকুরের দুর্দান্ত বোলিং ভারতকে লড়াইয়ে রেখেছিল দারুণভাবে। তবে চতুর্থ ইনিংসে বাধা হয়ে দাঁড়ালেন ডিন এলগার। শতক না পেলেও ৯৬ রানের অপরাজিত ইনিংসে ৭ উইকেটের জয় নিশ্চিত করেছেন প্রোটিয়া অধিনায়ক। কেপটাউনে ১১ জানুয়ারি শুরু হতে যাওয়া ম্যাচটি তাই এখন সিরিজ নির্ধারণী।

south africa beat India

চতুর্থ ইনিংসে ভারতের বিপক্ষে ২০০-এর বেশি রান তাড়া করে জেতার এটি ষষ্ঠ ঘটনা। সর্বশেষ ২০০৭ সালে জিতেছিল দক্ষিণ আফ্রিকাই, কেপটাউনে। সেবারও জয় নিশ্চিত হয়েছিল ৬ জানুয়ারিতেই।

গতকাল চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১২২ রান, ভারতের দরকার ছিল ৮ উইকেট—ম্যাচ জুড়ে ছিল রোমাঞ্চের আভাস। তবে জোহানেসবার্গে বেরসিক বৃষ্টি দিনের প্রথম দুই সেশন শুধু অপেক্ষায় রেখেছিল দুই দলকে। চা-বিরতির পর অবশেষে শুরু হয়েছিল খেলা, তবে এলগারকে আটকাতে পারেনি ভারত। উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না মোটেও, তবে এলগার পথ দেখিয়েছেন দারুণভাবে। ২৪০ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেছে ৬৭.৪ ওভারের মধ্যেই, চতুর্থ দিন প্রোটিয়াদের জয়ের জন্য যথেষ্ট হয়ে গেছে এক সেশনই।

আরও পড়ুনঃ চলমান অফ ফর্মের কারণে ক্রমতালিকায় ক্রমশ পিছনে যাচ্ছে বিরাট কোহলি, এগিয়েছে রাহুল-বুমরাহ

গতকাল দিনের চতুর্থ ওভারে অর্ধশতক পূর্ণ করেন আগের দিন ৪৬ রানে অপরাজিত থাকা এলগার। প্রথম ঘণ্টায় ব্রেকথ্রু পায়নি ভারত। প্রথম সাফল্যের দেখা পেতে দিনের ১৪তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল তাদের। মোহাম্মদ শামির বলে ৪০ রান করা রেসি ফন ডার ডুসেন উইকেটের পেছনে ক্যাচ দিলে ভাঙে এলগারের সঙ্গে তাঁর ৮২ রানের জুটি।

আরও পড়ুনঃ নয় ম্যাচের পরও জয় অধরা রইল ইস্টবেঙ্গলের

বাভুমা অবশ্য ফিরতে পারতেন শূন্য রানেই। ফিরতি ক্যাচ দিলেও সেটা ঠিকঠাক নিতে পারেননি শার্দুল ঠাকুর। বাভুমা এরপর আর সুযোগ দেননি ভারতীয়দের, বাকিটা সময় হতাশ হতে হয়েছে সফরকারীদের। এলগার ৯৬ রান করতে খেলেছেন ১৮৮ বল, মেরেছেন ১০টি চার। ২৩ রানের অপরাজিত ইনিংসে বাভুমা মেরেছেন ৩টি চার। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু ১১ জানুয়ারি, কেপটাউনে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here