দশ ওভারের ম‍্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দক্ষিণ আফ্রিকার

0
95

স্পোর্টস ডেস্কঃ

বৃষ্টি বিঘ্নিত টি-২০ ম‍্যাচে অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়ে সিরিজের একমাত্র টি-২০ ম‍্যাচে জয় পেল দক্ষিণ আফ্রিকা।

ছবি সৌজন্যে-https://twitter.com/ItZ_Draconian/status/1061595489999585284?s=19

শনিবার কুইন্সল্যান্ড ওভালে বৃষ্টির জন‍্য  ওভার কমিয়ে ম‍্যাচ ১০ ওভারের করা হয়। টসে হেরে প্রথমে ব‍্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটের বিনিময়ে ১০৮ রান করে। দুই ওপেনার ডি’ককের ২২ ও হেন্ড্রিক্সের ৮ বলে ১৯ রানের সুবাদে ভাল শুরু করে আফ্রিকা।পরে ডুপ্লেসিসের ২৭ ও ক্লাসেনের ১২ রান করেন। অ্যান্ড্রু টাই ও কুল্টারনাইল ২ টি করে উইকেট পান।পরে তাবরিজ শামসী ২ ওভারে ১২ রান দিয়ে ১ টি উইকেট দখল করে ম‍্যান অফ দ‍্যা ম‍্যাচ হন।

ছবি সৌজন্যে-https://twitter.com/criclineup/status/1061578166500610050?s=19

শুরুতেই লুঙ্গি এনগিডি ও মরিস দূর্দান্ত বোলিং করে ২ টি করে উইকেট দখল করলে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৮৭ রান তোলে।পরে তাবরিজ শামসী ২ ওভারে ১২ রান দিয়ে ১ টি উইকেট দখল করে ম‍্যান অফ দ‍্যা ম‍্যাচ হন। অস্ট্রেলিয়ার হয়ে শুধুমাত্র ম‍্যাক্সওয়েল উল্লেখযোগ্য ২৩ বলে ৩৮ রান করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here