ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
করোনা মোকাবিলার ক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশের থেকে একেবারেই স্বতন্ত্র সিদ্ধান্ত নিয়ে আলোড়ন ফেলেছে দক্ষিণ আফ্রিকা। বিগত এক সপ্তাহ ধরে সেই দেশে লকডাউন চলছে দেশের প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং স্বাস্থ্যমন্ত্রী জুয়েলি এমখিজে অত্যন্ত কঠোরভাবে করোনা মোকাবিলায় তাদের সক্রিয় ভূমিকা দেখিয়েছেন।
তারা এখনো পর্যন্ত ৪৭ হাজার মানুষের করোনা পরীক্ষা করেছেন। সেই সাথে ৬৭টি ভ্রাম্যমান পরীক্ষার ইউনিট তৈরি করে দেশজুড়ে করোনা পরীক্ষার কাজ চালাচ্ছেন।
যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত ভাইরাসে মৃত্যু হয়েছে মাত্র পাঁচ জনের, আর সংক্রামিত হয়েছে ১,৪০০ মানুষের মধ্যে।দেশের বেশ কিছু জায়গায় জনসংযোগ ছত্রভঙ্গ করতে গুলি পর্যন্ত চালানো হয়েছে।
আরও পড়ুনঃ মালদ্বীপকে ঔষধ সামগ্রী পাঠাল ভারত
পৃথিবীর অন্যান্য দেশে যেমন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য বাইরে বেরোনোর অনুমতি ছিল কিন্তু দক্ষিণ আফ্রিকা সে দিক থেকে একেবারেই আলাদা। সম্পূর্ণ নিখুঁতভাবে তাদের নিষেধাজ্ঞা পালনে প্রশাসন সক্রিয় ছিল।
তবে বিবিসি ওয়ার্ল্ড নিউজ সূত্রে খবর দক্ষিণ আফ্রিকা কিছুদিনের মধ্যেই প্রতিদিন ৩০ হাজার মানুষের করোনা পরীক্ষা করতে পারবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584