স্পোর্টস ডেস্কঃ
কেপটাউন অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিরুদ্ধে ৬ রানে জয় পেল দক্ষিণ আফ্রিকা।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০ ওভারে ১৯২ রানের বিশাল স্কোর খাড়া করে। দক্ষিণ আফ্রিকার হয়ে হেন্ড্রিক্স ৭৪ ও ফাফ ডু-প্লেসিস ৭৮ রান করেন। পাকিস্তানের হয়ে ইমাদ ওয়াসিম ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ১ উইকেট তুলে নেন।
লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথমেই ফকর জামানের উইকেট (৪) হারালেও বাবর আজমের ৩৮, তালাতের ৪০ ও অধিনায়ক শোয়েব মালিকের ৪৯ রানের ইনিংস দূর্দান্ত লড়াইয়ের জায়গা করে দেয় পাকিস্তানকে।শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রান। কিন্তু মরিশের ওই ওভারের তৃতীয় বলে শোয়েব মালিক আউট হতেই পাকিস্তানের আশা শেষ হয়ে যায়। লড়াইয়ে শেষ পর্যন্ত ৬ রান দূরে থেমে যায় পাকিস্তান।ব্যাটে রান না পেলেও চার চারটি ক্যাচ ও দুটি রান আউট করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ডেভিড মিলার।
(ছবি সৌজন্যে-https://twitter.com/BatBallStumps/status/1091422037091012608?s=19)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584