পাকিস্তানের রেকর্ড ছুঁয়ে প্রোটিয়ারা সিরিজে ধবলধোলাই করল রাহুলদের

0
63

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

শেষ ওভারে ভারতীয় দলের দরকার ছিল ৬ রান। এ তেমন কঠিন কিছু নয়। কিন্তু ঝামেলাটা হলো, এই সময় দলের উইকেট বাকি ছিল মাত্র একটি। ক্রিজে দুই ব্যাটসম্যান- পেসার প্রসিদ্ধ কৃষ্ণা ও স্পিনার যুজবেন্দ্র চাহাল। বোলার দক্ষিণ আফ্রিকার ডোয়াইন প্রিটোরিয়াস। প্রথম বলটা ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে দিয়ে ১ রান নিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। কিন্তু পরের বলেই তুলে মারতে গিয়ে যুজবেন্দ্র চাহাল ক্যাচ তুলে দিলেন ডেভিড মিলারের হাতে। ৪ রানে হেরে গেল টীম ইন্ডিয়া। সিরিজ তো আগেই হেরে গিয়েছিল লোকেশ রাহুলের দল। আজ এই হারে দক্ষিণ আফ্রিকার কাছে ৩ ওয়ানডের সিরিজে হলো ধবলধোলাইও।

India vs South Africa

এই জয়ে একটা বিশ্ব রেকর্ডও ছুঁয়েছে দক্ষিণ আফ্রিকা। কমপক্ষে তিন ম্যাচের দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে এ নিয়ে ২০তম বারের মতো প্রতিপক্ষকে ধবলধোলাই করেছে প্রোটিয়ারা। এর আগে এই রেকর্ডের একক মালিকানা ছিল পাকিস্তানের।

২৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৩তম ওভারে ২২৩ রানেই সপ্তম উইকেট হারায় ভারত। অর্ধশতক পেলেও সেগুলোকে শতক বানাতে পারেননি দুই ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ান (৭৩ বলে ৬১) ও বিরাট কোহলি (৮৪ বলে ৬৫)। এরপর যশপ্রীত বুমরাকে নিয়ে ৩১ বলে ৫৫ রানের জুটি গড়েন দীপক চাহার (৩৪ বলে ৫৪ রান)। তবে লুঙ্গি এনগিডি চাহারকে ফেরাতেই শেষ হয় ভারতের প্রতিরোধ। দ্রুত আরও ২ উইকেট হারিয়ে রাহুলরা অলআউট হয়ে যায় ২৮৩ রানে। তবে হারলেও সিরিজের শেষ ম্যাচেই বরং দারুণ লড়াই করেছে লোকেশ রাহুলের দল।

South africa touch Pakistan record

আরও পড়ুনঃ প্রকাশিত হল টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং ও সূচী, প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি ভারতীয় দল

এর আগে কুইন্টন ডি ককের ১৭তম ওয়ানডে শতকে ভর করে ২৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ১৩০ বলে দুই ছক্কা ও ১২ চারে ১২৪ রানে করেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। সঙ্গে রসি ভ্যান ডার ডুসেনের অর্ধশতক (৫৯ বলে ৫২) ও ডেভিড মিলারের ৩৮ বলে ৩৯ রানের ইনিংসে তিন শর কাছাকাছি যায় দক্ষিণ আফ্রিকার স্কোর। ৯.৫ ওভারে ৫৯ রান দিয়ে ৩ উইকেট নেন ভারতের পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। ২টি করে উইকেট দীপক চাহার ও যশপ্রীত বুমরার।

আরও পড়ুনঃ মহামেডানে যোগ দিলেন সন্দীপ নন্দী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here