নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
যাত্রী সংখ্যা বাড়তে থাকায় আরও ৫১ টি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর বিভাগ।
বৃহস্পতিবার থেকেই এই বাড়তি ট্রেন স্বাভাবিক ভাবে চলাচল শুরু করেছে বলে জানিয়েছেন রেলের খড়্গপুর বিভাগের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার আদিত্য চৌধুরী।
লক ডাউনের আগে খড়্গপুর বিভাগ থেকে বিভিন্ন রুটে ১৯৬ টি ট্রেন চলাচল করত। আনলক পর্বে ১১ ই নভেম্বর থেকে ৮৬ টি ট্রেন চলাচল করে। দ্বিতীয় পর্যায়ে ১৪ টি বাড়ানো হয়। এরপর এদিন ৫১ টি বাড়ানোর ফলে ১৫১ টি ট্রেন চলাচল করছে। ধাপে ধাপে আরও ট্রেন বাড়ানো হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ কেন্দ্রের ঢিলেমির জন্যই দেরি, মাঝেরহাট সেতু ইস্যুতে বিজেপিকে পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রীর
দীর্ঘ সাড়ে সাত মাস ধরে লোকাল ট্রেন বন্ধ থাকার পর রেল পরিষেবা যাত্রীর সংখ্যার উপর ভিত্তি করে ধাপে ধাপে বাড়ানো হবে বলে রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল। গত কয়েকদিন ধরে লোকাল ট্রেন গুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করে রাজ্য সরকারের পক্ষ থেকে আরও বেশি ট্রেন বাড়ানোর জন্য রেলকে চিঠি দেওয়া হয়।
আরও পড়ুনঃ সবার জন্য স্বাস্থ্য সাথী, বিধানসভা ভোটের আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
দীর্ঘদিন ধরেই রেলের পণ্য ও যাত্রী পরিষেবার দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশন। লক ডাউনে মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালুরু, অমেদাবাদ, সুরাট, ওড়িশাতে আটকে পড়া এরাজ্যের শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য বিশেষ শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হয়েছে।
দক্ষিণ ভারত ও উত্তর ভারতের গুরুত্বপূর্ণ বেশ কিছু এক্সপ্রেস ট্রেন খড়্গপুর বিভাগের উপর দিয়েই চলাচল করে। এর পাশাপাশি লোকাল ট্রেনের মাধ্যমে খড়্গপুর থেকে হাওড়া এবং খড়্গপুর থেকে আদ্রা শাখায় অনেকগুলো লোকাল ট্রেন চলাচল করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584