ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
ভার্চুয়াল ইনফ্লুইয়েন্সার ও মডেল রোজি, শুনতে অদ্ভুত লাগলেও রোজির জন্ম দক্ষিণ কোরিয়ার এক সংস্থা সাইডাস স্টুডিও এক্স-এর অন্দরে। ইতিমধ্যেই এই ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার ও মডেল রোজি ৮ টি এক্সক্লুসিভ কন্ট্রাক্ট সই করে ফেলেছেন, আশা করা যাচ্ছে বছর শেষে রোজির আয়ের অংক ছুঁয়ে ফেলবে ৮৫৪,০০০ মার্কিন ডলার।
বিজ্ঞাপন দুনিয়ার ‘বিগ শট’রা বলেছেন ভার্চুয়াল মডেলের সঙ্গে কাজ করা ঢের সহজ। কোন স্ক্যান্ডালের ভয় নেই, সময় নিয়ে বায়নাক্কা নেই। কোরিয়ার বিনোদন জগত খুব শীঘ্রই ভার্চুয়াল ‘মানুষ’দের দখলে যাওয়ার সম্ভাবনা দেখছেন অনেকেই। ইতিমধ্যেই তারা বিজ্ঞাপন জগতের পছন্দের ‘মানুষ’ হয়ে উঠেছেন।
কোরিয়ান পপ তারকা, অভিনেতা-অভিনেত্রীরা এখনো প্রবল জনপ্রিয় কিন্তু ভার্চুয়াল ‘মানুষ’ দের জনপ্রিয়তাও বাড়ছে মূলত দুটি কারণে তাঁরা ক্লান্ত হননা দীর্ঘ সময় কাজ করেও এবং তাদের নিয়ে স্ক্যান্ডাল তৈরি হয়না যা এই ইন্ডাস্ট্রির বড় সমস্যা কারণ ‘সেলিব্রিটি’ দের ঘরের খবর যে বড়ই মুচমুচে!
আরও পড়ুনঃ মহাকাশ যাত্রার ইতিহাসে ‘ল্যান্ডমার্ক’ সৃষ্টি করে মহাকাশে পাড়ি দিল স্পেস এক্সের ‘ইনস্পিরেশন ৪’
এবার ভাল করে জেনে নেওয়া যাক রোজি সম্পর্কে। রোজির জন্ম সাইডাস স্টুডিয়ো এক্স-এ, জন্ম থেকেই তার বয়েস ২২, রোজির একটি ইন্সটাগ্রাম প্রোফাইল আছে নাম ’rozy.gram’ , সেখানে ইতিমধ্যেই ৬০ হাজারের ওপর ফলোয়ার তার। আর গত বছর অগাস্ট মাসে রোজির জন্ম বটে, তবে সে যে ভার্চুয়াল ‘মানুষ’ তা জানা গিয়েছে গত ডিসেম্বর মাসে। চলতি মাসে দুটি বিজ্ঞাপনের কাজ শেষ হয়ে গিয়েছে রোজির, আরও ৮ টি এক্সক্লুসিভ কন্ট্রাক্ট রয়েছে তার হাতে।
সাইডাস স্টুডিয়ো-র সিইও বেক সিয়াং ইয়োপ জানিয়েছেন, রোজির হাত ধরে সংস্থা লাভের মুখ দেখেছে এই কয়েক মাসেই। এই বছরের শেষে ৮৫৪০০০ মার্কিন ডলার লাভের লক্ষ্যমাত্রা রয়েছে তাঁদের। আরো বড় এক লক্ষ্য রয়েছে তাদের। রোজি এখন ছবির জন্য পোস দিতে পারে, ভিডিও-র জন্য কিঞ্চিৎ নড়াচড়াও করতে পারে। তবে ২২ বছর বয়সী রোজির গলা কেউ শোনেনি এখনো, তাই এর পরের কাজ রোজির গলার আওয়াজ জনসমক্ষে আনা তারই সাথে সিনেমা ও বিভিন্ন বিনোদনমূলক শো-এ অভিনয় করবে রোজি সে ব্যবস্থা করা। এই হল রোজির ভবিষ্যৎ পরিকল্পনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584