নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আবারও প্রবল বর্ষণের জেরে ভাসতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। এদিন ফের উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। আর এই নিম্নচাপের জেরেই বৃহস্পতিবার পর্যন্ত বর্ষণমুখর দিন কাটাতে চলেছেন বঙ্গবাসী।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় আরও ঘনীভূত হবে নিম্নচাপ। এর প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি চলবে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মঙ্গলবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুনঃ পরিস্থিতি দ্রুত আয়ত্তে আনতে হবে! উত্তর ২৪ পরগণার করোনা পরিস্থিতি নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর
বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুনঃ বাংলা সহায়তা কেন্দ্রে পাঁচ হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের
মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫-৫৫ কিমি বেগে ঝোড়া হাওয়া বইতে পারে। সে কারণে এই সময়ের মধ্যে সমুদ্রে মাছ ধরতে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। টানা বৃষ্টির জেরে জেলায় নদীর জলস্তর বাড়তে পারে। শহুরাঞ্চলে জল জমার আশঙ্কাও করছে হাওয়া অফিস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584