উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
প্রার্থী তালিকা প্রকাশ হতেই ঝকমারি বিজেপিতে। প্রার্থী পছন্দ না হওয়াতে দল ছাড়ার কথা ঘোষণা করলেন শোভন চট্টোপাধ্যায়। একই সঙ্গে বৈশাখী দেবীও দল ছাড়ছেন। চিঠি পাঠিয়ে দল ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন শোভন বাবু। জানা গেছে, তিনি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বিজেপি ছাড়ছেন বলে চিঠি পাঠিয়ে দিয়েছেন।
শোভনবাবুর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গেছে, শোভন চট্টোপাধ্যায় চেয়েছিলেন, তিনি বেহালা পূর্ব থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগেই বিজেপি নেতৃত্বকে চিঠি দিয়ে তা জানিয়েও ছিলেন। কিন্তু এদিন বেহালা পূর্ব থেকে বিজেপি-র প্রার্থী পদে অভিনেত্রী পায়েল সরকারের নাম ঘোষণা করা হয়।
শোভনবাবুকে বলা হয়, তিনি বেহালা পশ্চিম কেন্দ্রে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই বিজেপি প্রার্থী হোন। কিন্তু শোভন বাবু তাতে রাজি হননি। প্রসঙ্গত, বেহালা পূর্ব আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে শোভন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে। যদিও রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ডিভোর্সের মামলা চলছে। বিজেপি নেতৃত্ব এই জন্য ই শোভনবাবুকে নিজের স্ত্রী(এখনও পর্যন্ত)র বিরুদ্ধে প্রার্থী করতে ইচ্ছুক নন। কিন্তু শোভন বাবু নাছোর।
আরও পড়ুনঃ বিজেপির পাখির চোখ বাংলা, বঙ্গ দখলে এপ্রিলে ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর
অন্য একটি সূত্রের খবরে জানা গেছে, শোভনবাবু এতকাল নিজে বিধায়ক থাকা বেহালা পূর্ব কেন্দ্রে রয়েছে চোদ্দটি বস্তি এলাকা। তিনি বিধায়ক হিসেবে এলাকায় তত সক্রিয় না থাকলেও কোটি কোটি টাকা এই বস্তিবাসীদের উন্নয়নে ব্যক্তিগত ভাবে খরচ করে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই তিনি চাইছেন এই এলাকায় প্রার্থী হতে। কিন্তু নিজের স্ত্রীর বিপরীত দিকে থাকায় বিজেপি নেতৃত্বও ওই আসনে শোভন কে দলের টিকিট দিতে অনিচ্ছুক।
পাশাপাশি শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্যও তিনি বিধানসভা ভোটে বিজেপির টিকিট চেয়েছিলেন। সেখানেও বিমুখ হয়ে কলকাতা সহ পঞ্চান্নটি বিধানসভার বিজেপির পর্যবেক্ষক পদ সহ বিজেপির সঙ্গ ত্যাগ করতে চেয়ে দিলীপ ঘোষকে চিঠি দিয়েছেন বলে শোভনবাবুর ঘনিষ্ঠ মহল সূত্রের খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584