সিইএসসি বিলে অস্বাভাবিক বৃদ্ধি, শনিবার সংবাদপত্রের বিজ্ঞাপনে ব্যাখ্যা দিতে নির্দেশ বিদ্যুৎমন্ত্রীর

0
79

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

লকডাউনে কিছুদিন বন্ধ থাকার পর রাজ্যের প্রত্যেক মানুষেরই অস্বাভাবিক বেশি বিল এসেছে। কিন্তু সেই সময়েও একবার মাসিক বিদ্যুৎ বিল নিয়েছিল সিইএসসি। তাহলে এই অস্বাভাবিক বিল কেন এসেছে, তা নিয়ে এবার প্রশ্ন তুললেন খোদ বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

Sovondeb Chattarjee | newsfront.co
ফাইল চিত্র

মানুষের নানা প্রশ্নের উত্তর দিতে শনিবার সমস্ত সংবাদমাধ্যমে ব্যাখ্যা সহ বিজ্ঞাপন দিতে নির্দেশ দেন তিনি । ব্যাখ্যা নিয়ে প্রশ্ন উঠলে আবারও ডেকে পাঠাবেন তিনি, এ দিন সিইএসসি কর্তৃপক্ষকে সাফ জানিয়ে দেন শোভনবাবু ।

প্রসঙ্গত, যেখানে বিদ্যুৎমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের ৩-৪হাজার টাকার বিল আসে, সেখানে ১২ হাজার টাকা বিল এসেছে। এরপরেই রাজ্যের মানুষের এই সমস্যার বিষয়ে সিইএসসি কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন বিদ্যুৎমন্ত্রী।

আরও পড়ুনঃ বিদুৎমন্ত্রীকেও ৫৭ শতাংশ বেশি বিল ধরাল সিইএসসি

শুক্রবার পিডিসিএল-এর সদর দফতরে মন্ত্রীর ঘরে হয় এই বৈঠক। এ দিন সিইএসসি-র তরফে সংস্থার ভাইস প্রেসিডেন্ট ও ডিস্ট্রিবিউশন অভিজিৎ ঘোষ ও সংস্থার আরেক শীর্ষ আধিকারিক বৈঠকে আসেন । এ দিন বৈঠকে ফের স্ল্যাব নিয়ে ব্যাখ্যা চেয়েছেন শোভনবাবু। কোন স্ল্যাবের পর ট্যারিফ কত পরিমাণে বাড়ে তা বিশদে জানতে চান বিদ্যুৎমন্ত্রী।

আরও পড়ুনঃ দেখে নিন উচ্চমাধ্যমিকের সম্ভাব্য মেধাতালিকা

বিল নিয়ে মানুষের ক্ষোভের কথাও এ দিন সিইএসসি কর্তাদের কাছে তুলে ধরেন শোভনদেব। গত মাসে গড়ে বিলের অঙ্ক কেন বেশি তাও জানতে চান বিদ্যুৎমন্ত্রী। এরপর শনিবার বিজ্ঞাপন দিয়ে এর বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here