নিজস্ব সংবাদদাতা,ইসলামপুরঃ
ইসলামপুরের ঘটনায় পুলিশ কোন গুলি চালায়নি বহিরাগত দুষ্কৃতিদের গুলিতে মৃত্যু হয়েছে দুই ছাত্রের এমনটাই দাবি করলেন আজ উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার। ইসলামপুরে আজ এক সাংবাদিক সম্মেলন করে জেলার পুলিশ সুপার সুমিত কুমার বলেন গত কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশী তদন্ত শুরু হয়েছে।তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।
পুলিশ সুপার সুমিত কুমারের সাংবাদিক সম্মেলনঃ
তবে পুলিশ সুপার বলেন, গতকাল যে ঘটনা হয়েছে তাতে অনেক বাড়ির লোক ছিল তাদের হাতে লাঠি এবং আগ্নেয়াস্ত্র ছিল পুলিশ ঘটনার নিয়ন্ত্রণে আনতে গেলে তখন তারা পুলিশকে লক্ষ্য করে তারা প্রথমেই ইঁট বৃষ্টি করে পরবর্তীতে সেই বহিরাগত দুষ্কৃতিকারীদের দ্বারাই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক সূত্রে তিনি মনে করেন গতকালের ঘটনায় ইসলামপুর থানা একজন কনস্টেবল বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ১৪ জন পুলিশকর্মী গতকালের ঘটনায় আহত হয়েছে তিনটি পুলিশের গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এমনটাই সাংবাদিক সম্মেলনে জানালেন জেলা পুলিশ সুপার সুমিত কুমার।
আরও পড়ুনঃ ছাত্রহত্যার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ চন্দ্রকোনায়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584