নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সফল হল না স্পেস এক্সের রকেট পরীক্ষা, ভেঙে পড়ল পরীক্ষার সময়েই। যাত্রা ঠিকভাবে শুরু হলেও, ল্যান্ডিং-এর সময় ভেঙে পড়লো রকেটটি। এই ধরণের রকেটে করে মানুষ ও মালপত্র নিয়ে মঙ্গল গ্রহ অভিযানের কথা স্পেস এক্সের, কিন্তু সাফল্য এলো না পরীক্ষায়।
ল্যান্ডিং-এর সময় আগুন লেগে ভেঙে পড়ে রকেটটি, সব মিলিয়ে সাড়ে ছয় মিনিট চালু ছিল এটি। স্পেস-এক্সের প্রতিষ্ঠাতা ও সিইও এলোন মাস্ক টুইট করে অবশ্য দাবি করেছেন পরীক্ষা সফল।
Successful ascent, switchover to header tanks & precise flap control to landing point! https://t.co/IIraiESg5M
— Elon Musk (@elonmusk) December 9, 2020
তবে নামার সময় ফুয়েল ট্যাঙ্কে লো প্রেসারের জন্য, রকেটের গতিবেগ খুব বেশি থাকায় ঘটনাটি ঘটেছে।এই রকেটের উৎক্ষেপণ নিয়ে যথেষ্ট কৌতূহল ছিল সব মহলে। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রকেটটি তৈরি হয়েছিল। আগুন লাগার ফলে বিস্ফোরণ হয় এবং ভেঙে পড়ে রকেটটি।
Mars, here we come!!
— Elon Musk (@elonmusk) December 9, 2020
আরও পড়ুনঃ করোনার টিকা নিতে হলে ছাড়তে হবে মদ, জানাল বিশেষজ্ঞরা
অ্যামাজনের সিইও ও ব্লু অরিজিন রকেট কোম্পানির প্রতিষ্ঠাতা জেফ বেজোস এই উৎক্ষেপণের প্রশংসা করেছেন। তিনি বলেন, এই পরীক্ষার পিছনে কর্মীদের যে দীর্ঘ পরিশ্রম, তা প্রশংসনীয়।
আরও পড়ুনঃ হজ যাত্রার আবেদনের মেয়াদ বাড়ল
স্পেস-এক্স নাসার জন্য একটি মহাকাশকেন্দ্র স্থাপন করেছে, ফ্লোরিডার মহাকাশকেন্দ্র থেকে মানুষ-সহ দ্বিতীয় ফ্লাইটও ছেড়েছে তারা। তাদের পরবর্তী লক্ষ্য মঙ্গলগ্রহে মানুষ পাঠানো, সেই লক্ষ্যে ৩৯৪ ফুটের রকেট স্ট্যান্ড তৈরি করেছে তারা। মাস্ক জানিয়েছেন, ছয় বছরের মধ্যে মঙ্গলে মানুষ নামবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584