মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
প্রথম বেসরকারি মহাকাশযান স্পেস এক্স-এর ড্রাগন ক্যাপসুল। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রদেশে ক্যানাভেরাল উত্তরীপ থেকে সফলভাবে উৎক্ষেপিত হয় এই মহাকাশযানটি। শনিবার স্থানীয় সময় বিকেল ৩ টে ২২ মিনিটে একটি ফ্যালকন ৯ রকেটে চড়িয়ে ড্রাগন ক্যাপসুলটিকে মহাকাশে পাঠানো হয়।
মহাকাশযানে আরোহী দুই বিজ্ঞানী রবার্ট বেনকেন ও ডগলাস হার্লি। রবিবার পৃথিবী থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে প্রদক্ষিণরত আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছনোর কথা যানটির। প্রায় এক দশক পর মার্কিন মাটি থেকে পৃথিবীর কক্ষ ছুঁল মানুষ।
আরও পড়ুনঃ বাড়িতেই অফিসের পরিকাঠামো নির্মাণে কর্মীদের অনুদান গুগুলের
চারিদিকে এখন করোনার তাণ্ডব। মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। করোনা মোকাবিলায় সে দেশে চলছে লকডাউন। এহেন পরিস্থিতির মধ্যেই যাবতীয় বাধা কাটিয়ে এই উৎক্ষেপণ নিয়ে কাজ চালিয়ে গিয়েছে নাসা ও স্পেস এক্স।
মহাকাশযানটি লঞ্চ করার আগেও ছিল অনিশ্চয়তা। লঞ্চের কয়েক ঘণ্টা আগে টেক্সাসে বিস্ফোরণ ঘটে স্পেস এক্সের একটি স্টারশিপ রকেট। শনিবার শেষ মুহূর্তে যানটিকে মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত হয়। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী থাকতে ফ্লোরিডা পৌঁছেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584