নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
আদালতের এই নির্দেশের ফলে লকডাউন ভাঙার ফলে যাঁদের প্রশাসন আর্থিক জরিমানা করেছিল, সেই জরিমানার অর্থ তাঁরা ফেরত পেতে পারবেন। পাশাপাশি আদালত এও জানিয়েছে লকডাউনের ফলে আর্থিক ক্ষতি হয়েছে এই মর্মে সরকারের বিরুদ্ধে কোন ব্যক্তি বা সংস্থা মামলা করতে চাইলে তা গ্রহণ করা হবেনা।
করোনা অতিমারীর প্রথম ঢেউয়ের সংক্রমণে রাশ টানতে ২০২০ সালের ১৪ মার্চ সরকার ‘স্টেট অফ এমার্জেন্সি’ ঘোষণা করে। যার অর্থ হল, সরকারের নির্দেশে দেশের সমস্ত মানুষকে কার্যত বাড়িতেই থাকতে হবে অপরিহার্য প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে যাওয়া যাবে না। আদালতের মতে, এটি মানুষের মৌলিক অধিকারকে দমন করা।
আদালত বলে, সরকারের উচিত ছিল সেসময় ‘স্টেট অফ এমার্জেন্সি’-র পরিবর্তে ‘স্টেট অফ এক্সেপশন’ ঘোষণা করা। স্পেনের আইন অনুযায়ী, ‘স্টেট অফ এমার্জেন্সি’ ঘোষণা করতে গেলে বিষয়টি পার্লামেন্টে আলোচনা না করেও করা যায়, সরকার নিজের খেয়াল মত বিধি নিষেধ চাপিয়ে দিতে পারে।
আরও পড়ুনঃ কান্দাহারে তালিবানি সংঘর্ষে নিহত পুলিৎজার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী
কিন্তু ‘স্টেট অফ এক্সেপশন’ এর ক্ষেত্রে তা আগে পার্লামেন্টে উত্থাপন করতে হয়। বিরোধীদের সুযোগ থাকে অন্য প্রস্তাব রাখার। পরবর্তীতে আলোচনার মাধ্যমে সহমত হয়ে ‘স্টেট অফ এমার্জেন্সি’ ঘোষণা করা যায়।
আরও পড়ুনঃ কুয়োয় পড়ে যাওয়া বালিকাকে উদ্ধার করতে গিয়ে ৩০ জন পড়ে গেলেন কুয়োয়, মৃত ৩
স্পেনের বিরোধী রাজনৈতিক দল , ফার- রাইট পার্টি ‘ভক্স’ এর সদস্যদের করা এক মামলার পরিপ্রেক্ষিতে এই রায় জানিয়েছে সে দেশের শীর্ষ আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584