ভালোবাসার জোরে আসানসোলে গাঁটছড়া বাঁধলেন স্পেনের কন্যা

0
112

সুদীপ পাল,বর্ধমানঃ

রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ‘আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী।’ আসানসোলের কুলটি রানিতলার বাসিন্দা বালি ব্যবসায়ী প্রদীপ ভগতের ছোট ছেলে হর্ষ ওরফে হ্যাপি এবার সেই চেনা বিদেশিনীকে বেছে নিলেন জীবন সঙ্গিনী হিসাবে। প্রথমে ফেসবুক থেকে বন্ধুত্ব পরে প্রেম।

প্রেমের টানেই বিয়ের পিঁড়িতে বসলেন স্পেনের বাসিন্দা সমাজকর্মী ওয়ালি ভেরোনিকা।

happy Veronica | newsfront.co
হ্যাপি-ভেরোনিকা।ছবিঃপ্রতিবেদক

আট বছর আগে ফেসবুকের মাধ্যমে ভেরোনিকার সঙ্গে বন্ধুত্ব হয় হ্যাপির। ব্যবসার কাজে হ্যাপির বিদেশে যাতায়াত ছিল। মাদ্রিদে একে অপরের সঙ্গে দেখা করেন। সেই বন্ধুত্বই বদলে যায় প্রেমে। আসানসোলের ঘাঘরবুড়ি মন্দিরে রীতিমতো হিন্দুমতে মেনে শুভ বিবাহ সম্পন্ন হল।

আরও পড়ুনঃ অতীতের স্মৃতি ভুলে উন্নয়নের পথে মৌশুনী

বিয়ে দেখতে মন্দির চত্বরে ভিড় জমে যায়। বিয়ের পর বিদেশি বউমাকে নিয়ে কুলটি পাড়ি দেয় ভগত পরিবার। পূজারি সানু চক্রবর্তী বলছেন, এই ধরনের বিয়ে তিনি প্রথম দিলেন। আগামীদিনে হ্যাপি কি স্পেনে সিফট করবে? সে উত্তর এখনই জানা না থাকলেও আপাতত নিভৃতে কাটাতে চান নবদম্পতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here