মনিরুল হক, কোচবিহারঃ
মাথাভাঙা শহরের জনবহুল এলাকায় মানুষের পাশাপাশি যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন, কিন্তু পথ প্রশস্ত হয়নি ।স্বাভাবিক কারণেই প্রায়শই যানজট সমস্যা হয়েই থাকে ।এবার যানজট এড়াতে মাথাভাঙা থানার ট্রাফিক ওসি শাহ আলী ইমামের নেতৃত্বে বিশেষ তৎপরতা দেখা গেল।

মাথাভাঙা শহরের বিভিন্ন স্থান গুলোতে যাতে যানজট সৃষ্টি না হয় তার জন্য সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন তার টিম নিয়ে। মাথাভাঙা শহরের পচাগর, কলেজ মোড়, শনি মন্দির মোড়, পশ্চিম পাড়া মোড়, বাজার চৌপতি,পোস্ট অফিস মোড় প্রভৃতি গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিশেষ করে যানজট সৃষ্টি হয়। ইদানিং শহরের ভেতরে অবস্থিত বেসরকারি বাস ট্যার্মিনাস নিয়ে যাওয়া হয়েছে কলেজ মোড়ে।

এর জেরে কলেজ মোড়েও ব্যাপক জনসমাগম হওয়ায় গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মাথাভাঙা শহরের শনি মন্দির মোড়ে কোন যাত্রীবাহী গাড়ি যেতে দেওয়া হচ্ছেনা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। বিকল্প হিসাবে শনি মন্দির লাগোয়া একটি স্থানে খুব অল্প সময়ের জন্য গাড়ি দাঁড় করানোর ব্যবস্থা করা হয়েছে, এতে যানজট সৃষ্টি কম হবে বলে অনেকের ধারণা।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে এটিএম প্রতারণা চক্রের হদিস,ধৃত ১
ট্রাফিক পুলিশের ওসি শাহ আলী ইমামের ভূমিকা সহ তার টিমের ভূমিকা দেখে মাথাভাঙার মানুষ অভিভূত। যথেষ্ট পরিশ্রম করেন এই ট্রাফিক ওসি। মানুষ যদি আরেকটু সচেতন হয় তাহলে শহরের যানজট সৃষ্টি থেকে শুরু করে দুর্ঘটনা এড়িয়ে স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারবে বলে অনেকের ধারণা।
কিছুদিন থেকে ট্রাফিক পুলিশের উদ্যোগে মাথাভাঙা শহরে শনি মন্দির থেকে শহরের প্রবেশ করার ক্ষেত্র ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। যাতে যানজট এড়িয়ে মানুষ স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারে ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584