শান্তিপূর্ণ নির্বাচন করাতে জেলা নির্বাচন কমিশনের বিশেষ ব্যবস্থা

0
120

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Special arrangement for peaceful election
নিজস্ব চিত্র

নির্বাচন প্রক্রিয়াকে সুষ্টু,অবাধ ও শান্তিপূর্ন করা এবং ভোটারদের মধ্যে ভয়ভীতি কাটানোর লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল নির্বাচন কমিশন।আজ জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক পি. মোহন গান্ধী নিজে হাতেই আনুষ্ঠানিক ভাবে সুচনা করলেন সেই উদ্যোগের।এদিন জেলা শাষক দপ্তর থেকে এফএসটি (ফ্লাইং স্কোয়াড টিম) ৪৭ টি,এসএসটি(স্পেশাল সার্ভিলেন্স টিম) ৪৭ টি,এমসিসি(আদর্শ আচরণবিধি টিম) ৪৭ টির আনুষ্ঠানিক সূচনা করলেন জেলা নির্বাচন আধিকারিক পি, মোহন গান্ধী ও পুলিশ সুপার আলোক রাজোরিয়া।জেলা নির্বাচন আধিকারিক জানান,তিনটি বিধানসভা পিছু একটি করে টিম কাজ করবে।জেলায় নির্বাচন কমিশনের আচরণবিধি সম্পর্কে ভোটারদের সচেতন করার পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যেই এই উদ্যোগ।

Special arrangement for peaceful election
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জলঙ্গীতে নাকা চেকিং এ তৎপর প্রশাসন

এই গাড়ি গুলিতে থাকছে অত্যাধুনিক পদ্ধতির জিপিএস, মাইকিং করার ব্যবস্থা এবং সিসিটিভি ক্যামেরা।এছাড়াও টিমে থাকছেন একজন ম্যাজিস্ট্রেট,একজন পুলিশ অফিসার, ২ জন পুলিশ কর্মী ও একজন ভিডিও গ্রাফার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here