নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্যোগে শুরু হলো “বিদ্যালয় নিরাপত্তা ও বিপর্যয় মোকাবিলা” এর উপর দুদিনের কর্মশালা।দক্ষিণ দিনাজপুর জেলার কালেক্টরেট ভবনের প্রশিক্ষণ কেন্দ্রে চলছে এই কর্মশালা। এই কর্মশালায় অংশগ্রহণ করেন বালুরঘাট ব্লকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ।কর্মশালার উদ্বোধন করেন মাননীয় মনোজ কুমার পালোই (জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক দক্ষিণ দিনাজপুর)।
তাঁর বক্তব্যে তিনি বিপর্যয়ের ঝুঁকি কমানোর নানান কৌশল খুব সুন্দরভাবে গল্পের ছলে প্রশিক্ষণে উপস্থিত শিক্ষকদের সামনে তুলে ধরেন।এরপর মাননীয় সঞ্জয় মৌলিক (মহকুমা বিপর্যয় মোকাবিলা আধিকারিক) তাঁর বক্তব্যে সার্বিকভাবে বিপর্যয়, দুর্যোগ এবং বিদ্যালয় নিরাপত্তার বিভিন্ন খুঁটিনাটি দিকগুলো তুলে ধরেন।সঞ্জয় মৌলিকবাবু জানান,এই জেলায় এমন উদ্যোগ এই প্রথম নেওয়া হলো।
আরও পড়ুন: সাংবাদিকদের নির্বাচনী বিধিনিষেধ সম্পর্কিত কর্মশালা
আগামীদিনে এমন উদ্যোগ জেলা প্রসাশনের পক্ষ থেকে আরো গ্রহণ করা হবে বলে তিনি জানান।জেলা শিশু সুরক্ষা কমিটির সদস্য সূরজ দাশ তাঁর বক্তব্যে সার্বিক শিশু সুরক্ষা এবং শিশুকেন্দ্রিক বিপর্যয়ের ঝুঁকি কমানোর নানান দিকগুলো তুলে ধরেন।শিশুর মানসিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ সহ বাল্য বিবাহ,শিশু শ্রমিক, শিশুদের উপর নানান রকমের যৌন নির্যাতনের উপর আলোকপাত করেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584