জাঁকজমকে বর্ষবরণের আয়োজন ডায়মন্ড প্লাজা মলে

0
103

নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ

Special Arrangement of diamond plaza mall
নিজস্ব চিত্র

উৎসব প্রিয় বাঙালির নববর্ষ যে বিশেষ ভাবে পালিত হবে সেটাই স্বাভাবিক।যে জাতির ‘বারো মাসে তেরো পার্বন’ তাদের নববর্ষ যে নিছক বর্ষবরণ উৎসব তাই ই নয় বরং এবার আয়োজন থাকছে আরো বড় কিছুর।আনন্দের শহর কলকাতায় বর্ষবরণের এক অভিনব আয়োজন করছে ডায়মন্ড প্লাজা মল।

Special Arrangement of diamond plaza mall
নিজস্ব চিত্র

নাগেরবাজার দমদম এলাকায় ডায়মন্ড প্লাজা আয়োজন করেছে বৈশাখী উৎসব।নতুন বছরে বর্ষবরণ উৎসবে নানা রকম চমক থাকছে।বাঙালিয়ানা যে কোনো ভাবেই সেকেলে নয় সেটা প্রমানে জোর কদমে কাজ চলছে শেষ রাতে।
বর্ষবরণ উৎসবে থাকছেন টলিউড ও টেলি দুনিয়ার অভিনেতা অভিনেত্রীরা,থাকছেন গায়ক সুরকার সহ অন্যান্যরা।এই বৈশাখী উৎসবে মনোরঞ্জনের জন্য থাকছে রাঁধুনি পারদর্শিনী নামে একটি রান্নার প্রতিযোগিতা।এই প্রতিযোগিতায় মোট ৮০ জন পুরুষ ও মহিলা অংশ গ্রহন করবেন।বিগত পাঁচ বছর ধরে ডায়মন্ড প্লাজা মল এই প্রতিযোগিতার আয়োজন করছে।এছাড়াও থাকছে কুইজ প্রতিযোগিতা।এই প্রতিযোগিতার বিজয়ীদের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় পুরষ্কার।

Special Arrangement of diamond plaza mall
নিজস্ব চিত্র

বর্ষবরণ উৎসবে থাকছেন নতুন বাংলা সিনেমা ‘মিশা’র কলাকুশলীরা।উপস্থিত থাকবেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী,টোটা রায়চৌধুরী,রাজেশ শর্ম ,অভিনেত্রী তুলিকা,গায়ক নচিকেতা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে দেবাশিস ব্যানার্জির মৃদঙ্গ লহরী অবশ্যই উপস্থিত দর্শকদের একটি বাড়তি আকর্ষণ হতে পারে।এটি একটি খোল প্রধান ফিউশন মিউজিক ব্যান্ড।

আরও পড়ুনঃ গাজনের পর চড়ক উৎসব পালন

Special Arrangement of diamond plaza mall
নিজস্ব চিত্র

এই ইভেন্টের আয়োজন করছে সিনেমন ইভেন্ট এন্ড মিডিয়া।এম ডি সৌম্যজ্যোতি সেন বিগত পাঁচ বছর থেকে এই অনুষ্ঠানের আয়োজন করছেন।ডায়মন্ড প্লাজা মল এর ভাইস প্রেসিডেন্ট রাজানা প্রাসাদ নতুন বছরে এই উৎসব সাফল্যমন্ডিত করতে আমন্ত্রণ জানিয়েছেন।যেখানে নব রূপে বাংলার নববর্ষ জাঁকজমকপূর্ন হয়ে পালিত হবে।বৈশাখী উৎসব হয়ে উঠুক সুন্দর আনন্দময়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here