আগামী বছর ১০ দিন আগে শুরু হবে কলকাতার দূর্গাপুজো, ঘোষণা করলেন মূখ্যমন্ত্রী

0
92

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

উৎসব প্রিয় বাঙালির প্রধান উৎসব দূর্গাপূজা। এই পুজোকে ঘিরে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠে আপামর বাঙালি। বিশেষ করে কলকাতার দূর্গাপুজোর এক অন্যতম ঐতিহ্যবাহী ইতিহাস আছে। তাই কলকাতার দূর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ার জন্য বেশ কয়েক বছর ধরে আবেদন করে আসছিল রাজ্য সরকার। অবশেষে এ বছর ইউনেস্কোর তরফ থেকে কলকাতার দূর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছেন। যা পুরো উৎসব প্রিয় বাঙালি জাতির জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের ব্যাপার। এই অসাধারণ অর্জনটিকে উপভোগ করার জন্য রাজ্যের মূখ্যমন্ত্রী ঘোষণা করলেন আগামী বছর অর্থাৎ ২০২২ সালে দূর্গা পুজো নির্ধারিত সময়ের ১০ দিন আগে থেকে শুরু হবে।

Mamata Banerjee on Durgapuja

সম্প্রতি কলকাতার পুরভোটের ফল প্রকাশিত হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়জয়কার। ১৪৪ টি আসনের মধ্যে ১৩৪ টি আসনে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থীরা। বিজয়ী প্রার্থীদের নিয়ে মহারাষ্ট্র ভবনে সংবর্ধনা সভার আয়োজন করেছিল। সেখানে বিজয়ী প্রার্থীদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি। বৈঠকে উঠে আসে কলকাতার দূর্গাপুজোর প্রসঙ্গ। এই প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “কলকাতায় সেরা। সেরার সেরা হতে হবে আমাদের কলকাতাকে। হেরিটেজের জন্য আমরা সেলিব্রেশন করবো। আগামী বছর এই কারণে ১০ দিন আগে থেকে আমরা সেলিব্রেশন করবো কলকাতার দূর্গা পুজো।” তবে কিভাবে কি পদ্ধতি অনুসরণ করে ১০ দিন উদযাপন করে সে ব্যাপারে স্পষ্ট করে জানাননি তিনি।

আরও পড়ুনঃ মান উন্নয়ন, বিদ্যাসাগর ইউনিভার্সিটি ছাপিয়ে গেল বিশ্বভারতীকে

বুধবার অফিসিয়ালি ভাবে ইউনেস্কোর তরফ থেকে এমন ঘোষণা পাওয়ার পর উৎসবের আমেজে মাতে কলকাতাবাসী। কলকাতার রাজপথে অনেকে ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে প্ল্যাকার্ড হাতে উচ্ছ্বাসও প্রকাশ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here