শিক্ষামন্ত্রীর আবেদনে পিছিয়ে পড়া আদিবাসী ছাত্র -ছাত্রীদের বিশেষ ক্লাস জঙ্গলমহলে

0
182

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

দীর্ঘ লকডাউন ও প্রায় তিন মাস স্কুল বন্ধ থাকায় পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের কাছে সমস্যার সৃষ্টি করেছে। এই পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী নিকটবর্তী এলাকায় শিক্ষক শিক্ষিকাদের, ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতে আবেদন জানিয়েছিলেন। জঙ্গলমহল শালবনীর রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অলচিকি ভাষায় পড়ার সুযোগ করে দিয়েছেন বাংলা ভাষার পাশাপাশি।

teachers and students | newsfront.co
নিজস্ব চিত্র

অধিকাংশ প্রথম প্রজন্মের প্রান্তিক ছাত্র ছাত্রীদের নিয়ে অলচিকি ও বাংলা ভাষায় পড়াশোনা চালু থাকা এই বিদ্যালয়ে আজ শিক্ষক শিক্ষিকারা শিক্ষামন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে স্পেশাল ক্লাসের আয়োজন করেন। ভারপ্রাপ্ত শিক্ষক তন্ময় সিংহ বলেন “আজ আমরা এসেছি ছাত্র ছাত্রীদের স্বার্থে। করোনা ও লকডাউনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সীমিত সামর্থ্যের মধ্যেও শিক্ষক শিক্ষিকাদের সাথে আছেন। তাই রাজনৈতিক পরিচয় ভুলে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর আবেদনে সাড়া দিয়ে ছাত্র ছাত্রীদের সাথে থাকা সকল শিক্ষক শিক্ষিকাদের দরকার।”

special class | newsfront.co
নিজস্ব চিত্র

এই স্পেশাল ক্লাসের প্রয়োজনীয়তা বাংলা ভাষায় ছাত্র ছাত্রীদের বোঝান বিদ্যালয়ের শিক্ষক তন্ময় সিংহ ও নম্রতা খাঁ, এবং অলচিকি ভাষায় অসীম দোলই ও নির্মল মান্ডি। সদর উত্তর চক্র তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তন্ময় সিংহ চক্র ও জেলার সমস্ত বিদ্যালয়গুলোতে এই জাতীয় অ্যাক্টিভিটি শুরু করতে শিক্ষক শিক্ষিকাদের আবেদন জানান।

আরও পড়ুনঃ মহকুমাস্তরেও করোনা চিকিৎসার পরিকাঠামো বৃদ্ধির উদ্যোগ

study | newsfront.co
নিজস্ব চিত্র

বিদ্যালয়ের শিক্ষিকা নম্রতা খাঁ ছাত্র ছাত্রীদের পড়া বুঝিয়ে দিয়ে সপ্তাহে দু দিন করে আসার কথা বলেন, শিক্ষক অসীম দোলই অলচিকি ভাষায় বাচ্চাদের কাছে হোমটাস্ক বুঝিয়ে দেন এবং করোনা – লকডাউনে স্বাস্থ্য বিধি বুঝিয়ে দেন বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক নির্মল মান্ডি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here