শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
‘স্বয়ংসিদ্ধা’ প্রকল্পটি কলকাতা পুলিশের হাত ধরে এসেছিল কয়েক বছর আগেই। বাল্য বিবাহ এবং নারী পাচার রুখতে কলকাতা পুলিশ নিয়ে এসেছিল স্বয়ংসিদ্ধা প্রকল্প, যার আক্ষরিক অর্থ স্বনির্ভর।
এই প্রকল্পের উদ্দেশ্য অল্পবয়সী ছেলেমেয়েদের আইনশৃঙ্খলা সম্বন্ধে সচেতন করা, যাতে তারা তাদের পারিপার্শ্বিক মানুষগুলোকে সচেতন করতে পারে।
তবে কলকাতার গণ্ডি পেরিয়ে জেলাগুলিতেও এই প্রকল্পের অধীনে ইচ্ছুক পড়ুয়াদের নিয়ে স্কুল-কলেজে স্বয়ংসিদ্ধা বাহিনী গঠন করা হয়েছে। এবার স্ব-নির্ভর প্রকল্পের অধীনে এবার রাজ্যে চালু হচ্ছে ‘স্বয়ংসিদ্ধা’, এমনটাই সূত্রের খবর।
এই বাহিনীতে যারা আছে তাদের বয়স ১২ থেকে ২১ বছরের মধ্যে। রাজ্য সরকারের শিশু সুরক্ষা কমিটি এই বাহিনীর দেখাশোনা করে। তাদের শিক্ষা প্রতিষ্ঠানের বাকি পড়ুয়া, এবং নিজেদের প্রতিবেশী, চেনা-পরিজনদের মধ্যে বাল্য বিবাহের কুপ্রভাব, নারীপাচার সম্বন্ধে তথ্য দিয়ে সচেতনতা ছড়ায় এই ‘স্বয়ংসিদ্ধা’ দল।
আরও পড়ুনঃ সরাসরি চালু থাকুক কলকাতা লন্ডন উড়ান, কোভিড দায়িত্ব আমাদের: মুখ্যমন্ত্রী
এই প্রকল্পের একদিক যেমন পুলিশ ও শিশু সুরক্ষা কমিটির সঙ্গে যৌথ উদ্যোগে অপরাধমুক্ত সুস্থ সমাজ গড়ে তোলা, তেমনই সমাজের প্রান্তিক মানুষদের কাছে শিক্ষা, প্রশিক্ষণ, জীবিকা ও খাদ্য সুরক্ষার সুবিধা পৌঁছে দেওয়াও এই প্রকল্পের অংশ।
সেই পুরনো প্রকল্পকেই এবার একটু নতুন মোড়কে নিয়ে এল রাজ্য প্রশাসন। ফিরহাদ হাকিমের উদ্যোগে রাজ্য নগরোন্নয়ন সংস্থার ব্যাবস্থাপনায় স্বয়ংসিদ্ধা প্রকল্প তথা পশ্চিমবঙ্গ রাজ্য নগর জীবিকা মিশনের অধীনে আগামী ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর একটি বিশেষ প্রদর্শনী তথা বিক্রয়ের ব্যবস্থা আয়োজিত হতে চলেছে কলকাতার অ্যাক্রোপলিস মলে।
আরও পড়ুনঃ বেসরকারি স্কুলে নন-অ্যাকাডেমিক সহ ২০ শতাংশ ফি মকুবের নির্দেশ হাইকোর্টের
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য নগর জীবিকা মিশন তথা স্বয়ংসিদ্ধা প্রকল্পের অধীনে সারা রাজ্যের ১২৫ পুরসভা ও পুরনিগমে ৬৮০০০ স্বনির্ভর গোষ্ঠী গঠিত হয়েছে। নগরোন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিশেষ উদ্যোগে স্বয়ংসিদ্ধা প্রকল্পের অধীনে রাজ্যের সমস্ত পুর এলাকার পিছিয়ে পড়া পরিবারের মহিলারা একত্রিত হয়ে স্বনির্ভর দল গঠন করেছে।
ইতিমধ্যেই প্রতিটি স্বনির্ভর দল এক কালীন ১০,০০০ টাকা ও স্থানীয় সংঘ ৫০,০০০ টাকা আবর্তনীয় তহবিলের আওতাভুক্ত হয়েছে। এই সমস্ত স্বনির্ভর দলের মহিলাদের স্বনিযুক্তি কর্মসংস্থানের লক্ষ্যে বিভিম্ন বিভাগে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়। এছাড়াও বিভিম্ন সময়ে তারা তাদের উৎপাদিত সামগ্রী বিভিন্ন মেলায় বিক্রি করে থাকে।
আরও পড়ুনঃ সুখবর! ই-পাস ছাড়াই মেট্রো সফর করতে পারবেন প্রবীণ নাগরিকরা
কিন্তু এই বছর করোনা অতিমারীর পরিস্থিতে তাদের এই দ্রব্য বিক্রি এবং আর্থিক উপার্জন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের আর্থিক অবস্থা আজ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। এই পরিস্থিতিতে তাদের পাশে থাকার জন্য ফিরহাদ হাকিমের উদ্যোগে রাজ্য নগরোন্নয়ন সংস্থার ব্যাবস্থাপনায় আগামী ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর একটি বিশেষ প্রদর্শনী তথা বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
অতিরিক্ত অধিকর্তা ও যুগ্ম সচিব শাওন সেন জানান, এছাড়াও জেলাভিত্তিক বিভিন্ন পুর এলাকায়ও আসন্ন শারদোৎসব উপলক্ষে এই সমস্ত স্বনির্ভর দলের উৎপাদিত দ্রব্যের বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সমস্ত স্বনির্ভর দলের মহিলাদের পাশে দাঁড়ানো এবং তাদের আর্থিক ভাবে সাবলম্বী করার জন্য তাদের উৎপাদিত বিভিন্ন দ্রব্য বিক্রয় করে তাদের সহায়তা করাই এই প্রকল্পের একমাত্র লক্ষ্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584