মিড-ডে মিলের মেনুতে তালের বড়া সঙ্গে পায়েস, খুশি পড়ুয়ারা

0
94

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

special items in menu of mid day meal | newsfront.co
নিজস্ব চিত্র

ভরা ভাদ্র। ভাদ্র মাসে তালের বড়া খেতে কার না ভালো লাগে৷ আর তার উপর যদি তা হয় মিড ডে মিলের পাতে। সঙ্গে থাকে পায়েস। তাহলে তো আর কথাই নেই। সহপাঠিদের সঙ্গে চেটেপুটে আনন্দ নেওয়ার সব আয়োজনই পাকা।

special items in menu of mid day meal | newsfront.co
নিজস্ব চিত্র

এমন আয়োজন করে নজির গড়ল ফালাকাটার পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ। মিড ডে মিলে পায়েস ও তালের বড়া। একটু অন্যরকম খাবার পেয়ে খুশি পড়ুয়ারা।

special items in menu of mid day meal | newsfront.co
নিজস্ব চিত্র

ফালাকাটা পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা মঙ্গলবার বিদ্যালয়ের প্রায় এক হাজারের উপরে পড়ুয়াদের পায়েস, তালের বড়া খাওয়াল। ছাত্রদের খাওয়াতে পেরে খুশি বিদ্যালয়ের শিক্ষকরাও।

special items in menu of mid day meal | newsfront.co
নিজস্ব চিত্র

বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটা বৃহৎ অংশ দরিদ্র পরিবারের থেকে আসা। ভাদ্র মাসের চলছে সেই কারণেই শিক্ষকদের মাথায় আসে ছাত্রদের পায়েস ও তালের বড়া খাওয়াবে। তাই দুধ দিয়ে পায়েস বানিয়ে ছাত্রদের মুখে তুলে দিল শিক্ষকরা।

বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা ১৭৩১ জন ।আজকের মিড ডে মিলের মেনুতে ছিল ডাল, ভাত, সোয়াবিন,পাঁপর ভাজা সহ পায়েস ও তালের বড়া।

আজ একটু অন্যরকম খাওয়ার খাওয়াতে পেরে যেমন খুশি শিক্ষকরা তেমনি খাবার খেয়ে খুশি পড়ুয়ারাও।

আরও পড়ুনঃ সারপ্রাইজ ভিজিটে স্কুলে জেলাশাসক, খেলেন মিড-ডে মিলের খাবার

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর রায় চৌধুরী বলেন, “আমাদের বিদ্যালয়ে এমন প্রচুর ছাত্র রয়েছে যারা গরিব পরিবারের৷ তাই তাদের অনেকেরই বাড়িতে পায়েস ও তালের বড়া হয় না৷ তাই এখন চলছে ভাদ্র মাস আমরা সবাই বাড়িতে তালের বড়া ও পায়েস খেয়ে থাকি৷ কিন্তু এই গরিব পরিবারের ছাত্ররা সেটা পায়না৷ বাড়ির মত মা ঠাকুমার হাতের সেই ছোয়ায় বানানো পাসয়েস, তালের বড়া বাড়ার সাদ পড়ুয়াদের মধ্যে এনে দিতে আজকে তাই আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে পায়েসের ও তালের বড়ার ব্যবস্থা করেছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here