নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
শিয়ালদা-রানাঘাট-লালগোলা শাখায় চালু হল অত্যাধুনিক কোচসম্পন্ন লোকাল ট্রেনের পরিষেবা। লোকাল ট্রেনের ঠাসাঠাসি ভিড় এড়াতে যাত্রীদের স্বাচ্ছন্দের কথা ভেবে এই ট্রেন চালু করল পূর্ব রেল। অন্যান্য লোকাল ট্রেনের তুলনায় ৩০ শতাংশ বেশি যাত্রী চড়তে পারবে এই ট্রেনে। থাকছে বায়ো টয়লেট, উন্নতমানের আরামদায়ক আসন, সুরক্ষার জন্য একটি কোচে চারটি সিসিটিভি ক্যামেরা ও এমার্জেন্সি সুইচের ব্যবস্থাও৷ আজ বুধবার থেকে শিয়ালদা থেকে রানাঘাট হয়ে লালগোলা পর্যন্ত চলবে এই ট্রেন৷
পাঞ্জাবের কাপুরথালাতে প্রথম মেমু ট্রেন তৈরির পরই একটি রেক এসে পৌঁছেছে শিয়ালদা শাখায়। ট্রেনটিতে বিপজ্জনক কোনও আশঙ্কা থাকলেই ১১০ কিমি বেগে চলা ট্রেনের গতি স্বয়ংক্রিয়ভাবেই কমে যাবে। ট্রেনটির ইলেকট্রিক কন্ট্রোল সিস্টেম নেদারল্যান্ডসের তৈরি। এছাড়া চালকের কোচে থাকবে ব্ল্যাক বক্স, যা প্রতি সেকেন্ডে রেকর্ডিং হবে। এই ট্রেনটি দেখতে কিছুটা কলকাতা মেট্রোর রেকের মতোই। ১১ কামরার অত্যাধুনিক প্রযুক্তির এই রেক চলবে সুরক্ষা কবচ নিয়েই, এমনটাই মনে করছেন রেলকর্তারা।
গতকাল দুপুর ১২ টায় আনুষ্ঠানিকভাবে এই ট্রেনের যাত্রা শুরু হয়। আধুনিকপ্রযুক্তি সম্পন্ন এই ট্রেনের উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায়, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা, শিয়ালদা শাখার ডিআরএম এস পি সিং৷ তবে আমন্ত্রণ পেয়েও হাজির ছিলেন না তৃনমূল বিধায়ক রাজ চক্রবর্তী।
আরও পড়ুনঃ বড় ঘোষণা! আরও দুটি কোভিড টিকা ব্যবহারে ছাড়পত্র দিল কেন্দ্র, অনুমোদন পেল একটি ওষুধও
এদিন সাংসদ অর্জুন সিং বলেন, দেশের প্রধানমন্ত্রী উন্নতির ক্ষেত্রে যেসব পদক্ষেপ নিচ্ছেন তারই এক অন্যতম উদাহরণ শিয়ালদহ থেকে লালগোলা পর্যন্ত এই আধুনিক লোকাল ট্রেন ৷ তিনি আরও বলেন, ‘কেন্দ্রের বিজেপি সরকারের আগে যারা রেলমন্ত্রী ছিলেন, তারা কিছুই করে উঠতে পারেননি ৷ বরং ভারতীয় রেলের মান নিচের দিকে নামিয়ে দিয়েছে৷’ আগামীদিনে এরম সুবিধাযুক্ত ট্রেন আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584