মুর্শিদাবাদে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক দল

0
199

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

Special Observer Party of the Election Commission in Murshidabad
নিজস্ব চিত্র

নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক দল এসে পৌঁছালেন মুর্শিদাবাদে।

Special Observer Party of the Election Commission in Murshidabad
নিজস্ব চিত্র

সোমবার দুপুরে বহরমপুর ব্যারাকস্কোয়ার ময়দানে হেলিকপ্টার থেকে নামেন চার জনের একটি টিম।নির্বাচন কমিশনের স্পেশাল পুলিশ অবজারভার বিবেক দুবে সহ আরও তিন জনের দল এলেন এদিন।

Special Observer Party of the Election Commission in Murshidabad
নিজস্ব চিত্র

ব্যারাকস্কোয়ার নামার পরে সারাসারি তাঁরা সার্কিট হাউসে চলে যান।সেখানে গিয়ে জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ কুমার এবং জেলাশাসক পি উলগানাথনের সঙ্গে বৈঠক করেন।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।তাদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের আগত বিশেষ পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা।

Special Observer Party of the Election Commission in Murshidabad
নিজস্ব চিত্র

বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন তারা ফ্রি এবং ফেয়ার নির্বাচন চায়। কংগ্রেস দলের প্রতিনিধি রিজু ঘোষাল জেলার পুলিশ অফিসারদের অপসারনের দাবী জানিয়েছেন।

Special Observer Party of the Election Commission in Murshidabad
নিজস্ব চিত্র

তবে রাজ্য পুলিশ অবজারভার বিবেক দুবে জানালেন জেলা প্রশাসন তাদের কাজ আইনগত ভাবে যতটা দরকার যে রকম দরকার করেছেন।বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পর তাদের দাবি অনুযায়ী অবশ্যই জেলা প্রশাসনের সহযোগিতায় ও উদ্যোগে ফ্রী এন্ড ফেয়ার ইলেকশন করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

আরও পড়ুনঃ হেলিকপ্টার থেকে নামতে গিয়ে ভূপতিত মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি

প্রতিটি ভোটারকে সচেতন করা হবে যাতে তারা নিজেদের ভোট নিজেরা দিতে পারেন এবং সকলেই যেন ভোট দেন।কোন রকম সমস্যা সৃষ্টি হবে না এমনটাই আশ্বাস দিলেন তিনি।

জেলা প্রশাসন ভোটারদের সঠিক ভাবে সুরক্ষা ও দেবেন সে বিষয়ে আশ্বস্ত করলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here