ভোটারদের সচেতন করতে নানাবিধ অনুষ্ঠানের উদ্যোগ পূর্বস্থলীতে

0
71

শ্যামল রায়, পূর্বস্থলীঃ

Winter camp | newsfront.co
নিজস্ব চিত্র

শনিবার পূর্বস্থলী এক নম্বর ব্লকের উদ্যোগে ভোটারদের সচেতনতা বাড়াতে এবং নতুন ভোটারদের আগামী দিনে ভোট প্রয়োগ সম্পর্কে সচেতনতা দিতে এক অভিনব কর্মসূচি অনুষ্ঠিত হল।

Election preparation | newsfront.co
চলছে আঁকা প্রতিযোগিতা। নিজস্ব চিত্র

এদিন শ্রীরামপুর গ্রামে ব্লক অফিস প্রাঙ্গণে আলপনা দিয়ে নানান ধরনের ছবি আঁকতে দেখা যায় এবং পাশাপাশি বিনোদন পার্কে অনুষ্ঠিত হয় ছবি আঁকা প্রতিযোগিতাও। সেইসাথে সেমিনার হলে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা।

officials | newsfront.co
আধিকারিক গণ। নিজস্ব চিত্র

এই প্রসঙ্গে সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবব্রত জানা এবং কালনা মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট জাহাঙ্গির শেখ জানিয়েছেন যে,”নতুন ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে, আগামী দিনে বিধানসভা নির্বাচনে যাতে সকলেই ভোট প্রয়োগ করে, সেই সম্পর্কে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট প্রয়োগের নানান দিক আলোচনা করা হয় এবং আলপনা এঁকে ব্লক প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়।

drawing on road | newsfront.co
অফিস প্রাঙ্গণে আলপনা। নিজস্ব চিত্র

ছাত্র-ছাত্রীরা ছবি আঁকা প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। গণতান্ত্রিক অধিকার ভোটারদের, তাই সেই ভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে আমাদের এই ধরনের অভিনবত্ব অনুষ্ঠান।”

আরও পড়ুনঃ ‘দুয়ারে সরকার’ কর্মসূচির দ্বিতীয় দিনে মানুষের ঢল জটেশ্বরে

Meeting | newsfront.co
নিজস্ব চিত্র

এই সম্পর্কে পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক জানিয়েছেন যে, “আগামী বিধানসভা নির্বাচনের মুখে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ভোটারদের যদি কোনরকম সংশোধনের প্রয়োজন হয় সে সম্পর্কেও আবেদনপত্র নেয়া হচ্ছে এবং সংশোধনের কাজ পুরোদমে চলছে। ইতিমধ্যে ব্লক প্রাঙ্গণে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে আমাদের এই ধরনের পাঠশালা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here