শুভম বন্দ্যোপাধ্যায় , কলকাতাঃ
প্রথমে রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছিল ২-৩ জন করে। কিন্তু গত কয়েক সপ্তাহে প্রতিদিন ১০-১২ করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমনকি রাজ্যে ২ ফুটপাথবাসীর দেহেও পাওয়া গিয়েছে করোনা। তাই রাজ্যের করোনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তা বিশ্লেষণ করতে ৯ সদস্যের কমিটি বৃহস্পতিবার গঠন করল স্বাস্থ্য দফতর।
বিষয়টি জানিয়ে এ দিন স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে বিশেষ নির্দেশ জারি করেছেন রাজ্যের স্বাস্থ্যসচিব বিবেক কুমার। জানানো হয়েছে, মূলত কী ভাবে রাজ্যে কোভিড সংক্রমণ হচ্ছে তা খতিয়ে দেখবে এই কমিটি। প্রত্যেক কেস-টু-কেস করোনা রোগীর আক্রান্ত হওয়ার ইতিহাস, তিনি কবে কোথায় গিয়েছিলেন বা কেউ তার বাড়ি এসেছিল কি না, কার কার সংস্পর্শে তিনি এসেছিলেন, এই সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে।
আরও পড়ুনঃ রাজ্যে আরও ১২ জনের করোনা পজিটিভ
একই সঙ্গে পুরনো করোনা আক্রান্ত এবং নতুন আক্রান্তের মধ্যে কতটা যোগাযোগ রয়েছে বা আদৌ যোগাযোগ রয়েছে কি না, সমস্ত তথ্যই খতিয়ে দেখবে এই বিশেষ কমিটি। কোনও জেলা বা বিশেষ কোনও এলাকা করোনাপ্রবণ হয়ে উঠলে তারও তথ্য সংগ্রহ করে স্বাস্থ্য দফতরক জানাবে এই কমিটি। ডা: অসিত বিশ্বাস এই দল পরিচালনা করবেন।
একই সঙ্গে রাজ্যে করোনা নিয়ে বড় ধরণের কোনও বিপদ দেখা দিলে বিজ্ঞানসম্মত উপায়ে তার পূর্বাভাস দেওয়ার কাজও করবে এই কমিটি। ইতিমধ্যেই করোনা রোগীর করোনাতেই মৃত্যু কি না, জানতে ৫ সদস্যের এক্সপার্ট কমিটি, পরিস্থিতি খতিয়ে দেখতে তিনটি টাস্ক ফোর্স এবং পরিস্থিতি অনুযায়ী পরামর্শ নিতে অ্যাডভাইসরি বোর্ড তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। এবার করোনার গতিপ্রকৃতি বিশ্লেষণে ৯ সদস্যের কমিটি তাঁরই সর্বশেষ সংযোজন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584