বিশেষ ট্রেনে বাড়ির পথে কেরলে যাওয়া মানুষ

0
93

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

কেরলের বন্যায় আটকে পড়া পশ্চিমবঙ্গবাসীকে উদ্ধারে দক্ষিণ পূর্ব রেলওয়ের সহায়তায় যে দুটি ট্রেন ত্রিবান্দপুরম থেকে হাওড়ায় আসার কথা সোমবার রাত্রি নটা নাগাদ তার মধ্যে একটি ট্রেন এসে পৌঁছলো খড়গপুর স্টেশনে। সেনাবাহিনীর উদ্ধারের পর রবিবার সন্ধ্যে ছটা নাগাদ ট্রেনটি যাত্রা শুরু করে প্রায় হাজারখানেক বন্যা দুর্গতদের নিয়ে।

নিজস্ব চিত্র

বন্যাদুর্গতদের চোখে-মুখে উদ্বেগের ছায়া তীব্র।কেউ গিয়েছিল হোটেলের কাজে তো কেউ রং এর কাজের জন্য। রোজকার তো দূর অস্ত চোখে মুখে এখন শুধুই আতঙ্ক।কতক্ষণে পৌঁছতে পারি সেই আশাতেই সময় গুনছে বন্যাদুর্গতরা।প্রসঙ্গত বন্যা দুর্গতদের মধ্যে এ রাজ্যের বেশ কিছু লোকের আটকে থাকার খবর পেয়েই বিশেষ ট্রেনের ব্যবস্থার জন্য রেলকে অনুরোধ জানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।সেই মতই রবিবার সন্ধে ছটায় এবং রাত্রি ন’টায় দুটি ট্রেন কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় কেরলের ত্রিবান্দপুরম থেকে।

প্রত্যাগামী। নিজস্ব চিত্র

সোমবার রাতেই দুটি ট্রেন হাওড়ায় এবং সাঁতরাগাছিতে পৌঁছাবার কথা। দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে বিনা টিকিটের যাত্রীদের নিয়ে আসার ব্যবস্থা করা হয় এ রাজ্যে । পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরসহ বেশ কিছু জেলার আটকে পড়া বন্যাদুর্গতদের নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে ট্রেনে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here