শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
সোনু সুদের বিভিন্ন মানবিক প্রচেষ্টাকে সম্মান জানিয়ে স্পাইস জেটের ‘ট্রিবিউট’। স্পাইস জেটের একটি বিমানের গায়ে আঁকা সোনু সুদের বিশাল বড় প্রতিকৃতি; সঙ্গে লেখা, ‘রক্ষাকর্তা সোনু সুদকে সম্মান জানাতে।‘
এভাবেই অভিনেতাকে সম্মান জানালো বিমান সংস্থা। ট্যুইটারে সেই ছবি শেয়ার করে সোনু লিখেছেন, ‘অসংরক্ষিত টিকিটে মোগা থেকে মুম্বই আসার সেই দিনগুলো মনে পড়ছে।‘
The phenomenally-talented @SonuSood has been a messiah to lakhs of Indians during the pandemic, helping them reunite with their loved ones, feed their families and more. (1/3) pic.twitter.com/8wYUml4tdD
— SpiceJet (@flyspicejet) March 19, 2021
শুধু অভিনয়, গ্ল্যামার বা পেশাদারি সাফল্য নয়, মানবিকতা দিয়েও যে অনায়াসে মানুষের মনে জায়গা করে নেওয়া যায় তা শেখালেন সোনু সুদ। করোনা আবহে লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করেছেন নিজে রাস্তায় নেমে, শ্রমিকদের হাতে তুলে দিয়েছেন খাবারের প্যাকেট, জল।
Thank you for everything, Sonu! You are an inspiration to us and many others, and we are proud to be your partners in your deeds of extraordinary compassion. (3/3)
— SpiceJet (@flyspicejet) March 19, 2021
শুধু তাই নয়, দরিদ্র শিশুদের পড়াশোনার খরচের দায়িত্ব নেওয়া থেকে শুরু করে অসুস্থ মানুষের চিকিৎসায় ঝাঁপিয়ে পড়া, সব বিষয়েই নজির সৃষ্টি করেছিলেন সিনেমার এই খলনায়ক। গত মাসে উত্তরাখণ্ডে বাবা হারানো চার সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। তাঁর নামে তৈরি হয়েছিল একটি মন্দিরও।
আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নির্দেশ! নেতা নয়, সরকারি আধিকারিকদের রাখতে হবে পুর প্রশাসক মণ্ডলীতে
এবার তাঁকে শ্রদ্ধা জানাতে তাঁর ছবি ছাপা হল গোটা একটা বিমান জুড়ে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সোনু লিখেছেন, ‘ মোগা থেকে ‘অসংরক্ষিত টিকিটে মুম্বই আসার দিনগুলো খুব মনে পড়ছে। এত ভালোবাসার জন্য ধন্যবাদ। আমার বাবা-মায়ের কথা খুব মনে পড়ছে।‘
Remember coming from Moga to Mumbai on an unreserved ticket.
Thank you everyone for all the love. Miss my parents more. @flyspicejet pic.twitter.com/MYipwwYReG— sonu sood (@SonuSood) March 20, 2021
আরও পড়ুনঃ তুষার ধস! হিমাচল প্রদেশের লাহুল – স্পিতি জেলায়
রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে এসডিজি স্পেশাল হিউম্যানিটারিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে তাঁকে।
সম্প্রতি শিবরাত্রির দিন নিজের ট্যুইটারে অর্থপূর্ণ এক বার্তা দেন অভিনেতা। তিনি লেখেন, “দয়া করে ভগবান শিবের ছবি ফরোয়ার্ড করবেন না। বরং মহা শিবরাত্রি পালন করতে চাইলে জন্য এমন কাউকে সাহায্য করুন যাঁর সাহায্যের প্রয়োজন। ওম নম শিবায়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584