উত্তরবঙ্গের জেলাগুলির প্রবীণদের ক্রীড়া প্রতিযোগিতা

0
147

মনিরুল হক, কোচবিহারঃ

Sports competitions for old generation at North Bengal district
নিজস্ব চিত্র

উত্তরবঙ্গের জেলা গুলোকে নিয়ে প্রবীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হল কোচবিহারে। রবিবার কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে ওই প্রতিযোগিতা শুরু হয়। ওই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান ভূষণ সিং, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শুচিস্মিতা দেব শর্মা, পঙ্কজ ঘোষ শ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যাক্তি। ৪০ বছর ও তার বেশি বয়স্করা ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ৬৫ জন প্রবীনের দৌড়, উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন সহ বেশ ইভেন্টে অংশ নেবেন। আয়োজকদের পক্ষে জগৎ রঞ্জন ভট্টাচার্য বলেন, “ ইতিমধ্যেই প্রবীনদের এই ক্রীড়া প্রতিযোগিতা ব্যাপক সারা ফেলে দিয়েছে। একদিনের প্রতিযোগিতায় কোচবিহার ছাড়াও শিলিগুড়ি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের প্রতিযোগীরাও অংশ নিয়েছেন।”

Sports competitions for old generation at North Bengal district
নিজস্ব চিত্র

আরও পড়ুন: মাদার-যুব’র গোষ্ঠী কোন্দলে পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here