ফালাকাটায় খেলার সামগ্রী বিতরণ

0
103

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

শনিবার সিমলাবাড়ি ফালাকাটা ৫৩ এসএসবি ব্যাটেলিয়নের পক্ষ থেকে মাদারিহাট  বীরপাড়া ব্লকের প্রত্যন্ত টোটোপাড়া ও বল্লাল গুড়ি এলাকায় বিতরণ করা হল বিভিন্ন ধরণের খেলার সামগ্রী।

playing things distributed | newsfront.co
বিতরণী অনুষ্ঠান ৷ নিজস্ব চিত্র

এদিন এসএসবি-র  সিভিক্স অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে টোটো পাড়ার বিভিন্ন ক্লাব ও গ্রামবাসীদের ফুটবল,ভলিবল,ক্রিকেট খেলার সরঞ্জাম,ক্যারাম ইত্যাদি খেলার সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ নতুন মহকুমা পাচ্ছে মুর্শিদাবাদ জেলা

এছাড়া বল্লালগুড়ি সাহারা ক্লাবকে ও স্পোর্টস সামগ্রী দেওয়া হয়।এদিন খেলার সামগ্রীর পাশাপাশি আম,জাম,লিচু,কাঁঠাল- সহ বিভিন্ন ধরণের ফল গাছের চারাও গ্রামবাসীদের মধ্যে বিতরণ করা হয়।

এদিনের বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসবি-র ফালাকাটা ৫৩ ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার মনোহর লাল, ডেপুটি কমান্ডেন্ট অফিসার সৌমেন রায়, টোটো ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক অশোক টোটো, এসএসবি-র আধিকারিক ও গ্রামবাসীবৃন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here