বসন্ত বন্ধনে বৈঠকি আড্ডা

0
289

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Spring festival at dutan
নিজস্ব চিত্র

সংস্কৃতি হারিয়ে যাচ্ছে,পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সেই সংস্কৃতি টিকিয়ে রাখার দায়িত্ব নিল যুব সমাজ।স্বল্প আয়োজনে বৈঠকি আড্ডা সহকারে দোল উৎসব “বসন্ত বন্ধন”পালন করলো যুবকেরা।সকালে দাঁতনের নতুন বাজার থেকে সরাই বাজার পর্যন্ত নাচ গান সহকারে পদযাত্রায় পা মেলায় দাঁতনের সংস্কৃতিপ্রেমী মানুষজন।পাশাপাশি দোল সম্মিলিত নানা গান এবং কবিতার লাইন লেখা হয় রাস্তায়।

Spring festival at dutan
প্রভাত ফেরি নিজস্ব চিত্র

তারপর সান্ধ্যকালীন বৈঠকী আড্ডায় মেতে ওঠেন আট থেকে আশি সংস্কৃতিপ্রেমী মানুষজন।বৈঠকী আড্ডায় আবির খেলার পাশাপাশি নাচ-গান যে যার নিজের মতো করে পরিবেশন করে সকলে।এই দিনের এই বৈঠকি অনুষ্ঠানে উপস্থিত সকল সংস্কৃতিপ্রেমী ব্যক্তিদের পলাশ ফুল এবং আবির দিয়ে বরন করে নেওয়া হয়।সকালের প্রভাত ফেরিতে পা মেলান দাঁতন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মজুমদার,বিশিষ্ট কবি সূর্য নন্দি ও আরও অনেকে।রবীন্দ্রনাথের কবিতা গানে এবং রঙিন আবিরে বরণ করে নেওয়া হয় পথযাত্রী থেকে দোকানদার সকলকেই।

আরও পড়ুনঃ প্রেস কর্ণার আয়োজিত বসন্ত উৎসবে প্লাস্টিক মুক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর

Spring festival at dutan
নৃত্যানুষ্ঠান নিজস্ব চিত্র

সান্ধ্যকালীন গান কবিতার ঘরোয়া বৈঠকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাঁতন ভাগবতচরন হাই স্কুলের প্রধান শিক্ষক অরবিন্দ দাস,বিশিষ্ট ব্যক্তি অতনু নন্দন মাইতি,শান্তিদেব ঘোষ প্রমূখ ব্যক্তিত্ব।বসন্তের এই দোল উৎসবের সার্বিক আয়োজন করে দাঁতন কলেজের ছাত্র রুপময় চ্যাটার্জী,দেবার্ঘ্য ঘোষ শুভ্র চ্যাটার্জী সহ প্রমুখ যুবকরা।নিজেদের মতন করে নাচ গান আবৃত্তি পরিবেশন করে খুশি সকলে।

Spring festival at dutan
নিজস্ব চিত্র

প্রধান আয়োজক রুপময় চ্যাটার্জি জানিয়েছেন-“যত দিন যাচ্ছে তত হারিয়ে যাচ্ছে সংস্কৃতি।ঘটা করে দাঁতন এলাকায় দোল উৎসব পালন করা হতো কিন্তু বর্তমানে তা নানাবিধ কারণে হয়না।সেই সংস্কৃতিকে জিইয়ে রাখতে দোল উৎসবের আয়োজন।রংবাহারি আবিরই একই সূত্রে বাধতে পারে এ সকল রাগ অভিমান কে।তাই নিজেদের মতন করে এই দোল উৎসবের আয়োজন দাঁতনে।” রংবাহারি আবির এবং পলাশ ফুলের সাথে চায়ের চুমুক এবং নাচ গান আবৃত্তির বৈঠকি আড্ডাতে মেতে উঠেন সকলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here