বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
একদিকে যখন লোকসভা নির্বাচনের নির্ঘন্ট বেজে গেছে।আর তাই সব ব্যস্ত নির্বাচনের প্রচারে।ঠিক তার উল্টো দিকে বসন্ত উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করল শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মিলনপল্লী বালিকা বিদ্যালয়ে ছাত্রীরা। এদিন মিলনপল্লী বালিকা বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়।বিধাননগর বাজার পরিক্রমা করে শেষ হয় স্কুল প্রাঙ্গণেই।
উপস্থিত ছিলেন বালিকা বিদ্যালয়ে সকল প্রাক্তন ছাত্রী থেকে শুরু করে বর্তমান ছাত্রী ও শিক্ষিকারা।সব শেষে মিলনপল্লী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অনিন্দিতা পোদ্দার বলেন যে দোল উৎসব মানে রংয়ের উৎসব।তাই সেই রংয়ের চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য বিদ্যালয়ের ছাত্রীরা ও অভিভাবকরা মিলে কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে শান্তিনিকেতনকে আমাদের আদর্শ হিসেবে ধরে এদিনের শোভাযাত্রা।
আরও পড়ুনঃ তমলুকের আকাশে বসন্তের রং
আমরা এটাই বার্তা দিতে চাই যে এই শোভাযাত্রায় শুধু যে হিন্দু রয়েছে তাই নয় মুসলিম,খ্রিস্টান থেকে শুরু করে সকল ধর্মের ছাত্রীরা রয়েছে।সকলেই এক সাথে এই আনন্দের উৎসবে মতে উঠেছে।তাই আমরা সম্প্রতির বার্তা দিতে চাই।তার সাথে চারদিকে হিংসা হানাহানি হচ্ছে সেই সব বন্ধ হয়ে যেন আনন্দের মুহূর্ত ছড়িয়ে পরে এটাই চাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584