পেগাস্যাস স্পাইওয়্যার কাজে লাগিয়ে ফোন হ্যাক ও নজরদারি! সুব্রহ্মণ্যম স্বামীর টুইট ঘিরে জল্পনা

0
54

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর টুইট ঘিরে তুমুল জল্পনা। মোদি মন্ত্রিসভার সদস্য, আরএসএস নেতা, সুপ্রীম কোর্টের বিচারপতিদেরও ফোন ট্যাপ! সেই সংক্রান্ত রিপোর্ট নাকি প্রকাশ করবে ওয়াশিংটন পোস্ট , গার্ডিয়ান! ফোন ট্যাপ করতে কাজে লাগানো হয়েছে ইজরায়েলের একটি সংস্থা পেগাস্যাস-কে।

Phone Hack
প্রতীকী চিত্র

ভারতের ৪০ জন সাংবাদিকের ফোন নম্বর লিক হওয়ার পর এনিয়ে জলঘোলা হয়, ফরেনসিক পরীক্ষায় জানা যায় এদের ফোন কোন সময় পেগাস্যাস স্পাইওয়্যার ব্যবহার করে হ্যাক করা হয়েছে বা হ্যাক করার চেষ্টা করা হয়েছে। আর কয়েকজনের ক্ষেত্রে পেগাস্যাস ব্যবহার করে নজরদারির চেষ্টা চালানো হয়েছে।

একটি সংবাদ সংস্থার দুই প্রতিষ্ঠাতা সম্পাদকের নাম ওই লিস্টে রয়েছে, এঁদের মধ্যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহর ব্যাবসা সংক্রান্ত খবর করে গেছেন নিয়মিত। এছাড়া মোদি ঘনিষ্ঠ ব্যবসায়ী নিখিল মার্চেন্ট-কে নিয়েও খবর করেছেন। এছাড়া ওই সাংবাদিক মন্ত্রী পীষূষ গোয়েল ও ব্যবসায়ী অজয় পিরামল নিয়েও তদন্তমূলক সাংবাদিকতার উদ্যোগ নিয়েছিলেন।

আরও পড়ুনঃ পুলিৎজার জয়ী দানিশ সিদ্দিকীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে কটাক্ষ চিদাম্বরমের

এপ্রসঙ্গে বিস্ফোরক হয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, ডেরেক ও’ব্রায়েন এবং কংগ্রেসের কার্তি চিদাম্বরমও। সকলেই জানিয়েছেন তারা পেগাস্যাস সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশিত হতে চলেছে তার জন্য সকলেই অপেক্ষায় রয়েছেন এবং তা যে বিস্ফোরক একটি তথ্য হতে পারে এমনটাই মনে করছেন তাঁরা।

আরও পড়ুনঃ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের আইএএস অফিসারের

পেগাস্যাস স্পাইওয়্যারের সাহায্যে নজরদারির বিষয়ে কেন্দ্রের প্রতিক্রিয়ায় বলা হয়েছে, সংসদ-সহ অন্যত্র তথ্যপ্রযুক্তি মন্ত্রক বিশদ জানিয়েছে যে সরকারি এজেন্সিগুলি কোনও অনুমোদনহীন নজরদারি চালায়নি। শুধুমাত্র জাতীয় স্বার্থের কারণে চালানো নজরদারির ক্ষেত্রে সরকারি এজেন্সিগুলির একটি সুনির্দিষ্ট এবং স্পষ্ট প্রটোকল রয়েছে। এবং প্রতিটি নজরদারির ক্ষেত্রে অনুমোদন দেয় দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here