নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
যোগী আদিত্যনাথকে ‘আপদ’ আখ্যা দিয়ে ফেসবুক পোস্ট শ্রীলেখা মিত্রর। যাঁর নিজের রাজ্যে মানুষ মারা যাচ্ছেন অক্সিজেনের অভাবে, তিনি নাকি গড়বেন ‘সোনার বাংলা!’ ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী।টলিউডের বাম মনোভাবাপন্ন অভিনেত্রী শ্রীলেখা মিত্র যেকোন সামাজিক ইস্যুতেই সোশ্যাল মিডিয়ায় খুবই সোজা সাপ্টা মন্তব্য করতে অভ্যস্ত।
দেশের ভয়াবহ করোনা পরিস্থিতিতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে শ্রীলেখা বিস্ফোরক নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে।‘এই লোকটাকে বাংলায় ঢুকতে দেওয়া বন্ধ করা হোক। ভাল লোকগুলো মরছে, এই আপদটা মরছে না কেন? ‘, যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে এমনই লিখেছেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ‘আপদ’ বলেই মন্তব্য তাঁর।
আরও পড়ুনঃ ইউপি পঞ্চায়েত ভোটের ডিউটিতে করোনায় মৃত ১৩৫ শিক্ষক-শিক্ষাকর্মী, কোর্টের কৈফিয়ত তলব
দেশে জটিল থেকে জটিলতর হচ্ছে প্রতিদিন, হাজারে হাজারে মানুষ কার্যত বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন । এরপর আর নিজের রাগ সংবরণ করতে পারেননি অভিনেত্রী, তীব্র ভাষায় ক্ষোভ উগরে দিলেন যোগীর প্রতি।
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭জন। মৃত্যুর রেকর্ডও ভেঙেছে দেশে।
উত্তরপ্রদেশের কোভিড পরিস্থিতি যে সত্যিই মারাত্মক তা মানতে নারাজ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উপরন্তু, উত্তরপ্রদেশের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তাঁর মরণাপন্ন বাবার জন্য অক্সিজেন চেয়ে যোগী প্রশাসনের রোষে পড়েছেন, ‘ফেক নিউজ’ ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেপ্তারও করেছে যোগীর পুলিশ।
আরও পড়ুনঃ ট্রেন্ডিং হ্যাশট্যাগ রিজাইন মোদি, ব্লক করল ফেসবুক কর্তৃপক্ষ
কিন্তু শাক দিয়ে মাছ আর ঢাকা যাচ্ছেনা, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে উত্তরপ্রদেশের দুর্দশার ছবি, কার্যত ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিষেবা। যাঁর নিজের রাজ্যেই এমন ভয়ঙ্কর অবস্থা, সেই মুখ্যমন্ত্রী-ই কিনা একুশের বিধানসভা ভোটে ‘সোনার বাংলা’ গড়ার! শ্রীলেখার পোস্টে নেটিজেনদের সমর্থনও মিলেছে ব্যাপক ভাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584