অঞ্জন চ্যাটার্জি, স্পোর্টস ডেস্কঃ
জয় যেন মুখ ফিরিয়ে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব থেকে। প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ ওপেনার ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো,বিস্ফোরক ব্যাটিং শুরু করেন ওপেনিংয়ে।
এই দুই ব্যাটসম্যানের ব্যাটিং তান্ডবে এদিন মাত্র ১০ ওভারে একশো রানের গন্ডি পেরিয়ে যায় হায়দ্রাবাদ। ১৫ ওভারে ১৬০ রান তুলে কোনও উইকেট না হারানো হায়দ্রাবাদকে দেখে একসময় মনে হচ্ছিল চলতি আইপিএলে এখনও অবধি সর্বোচ্চ স্কোর ছুঁয়ে ফেলবে তারা। ৪০ বলে ৫২ রান করে ওয়ার্নার।
ওপেনিং জুটিতে ১৬০ রান তোলে সানরাইজার্স, কেন উইলিয়ামসনের ১০ বলে অপরাজিত ২০ এবং অভিষেক শর্মার ৬ বলে ১২ রানে ভর করে শেষ ২ ওভারে ২৬ রান তোলে হায়দ্রাবাদ। ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২০১ রান তোলে তারা।
আরও পড়ুনঃ ধোনি যেন ফিনিশিং করার কাজ জাদেজাকে দেয়, বলছেন লারা
এদিন আর পাঞ্জাবের লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল জুটি চলেনি। প্রথমে মায়াঙ্ক রান আউট হন এরপর পাঞ্জাব ব্যাটিং তাসের ঘরের মত ভেঙে পড়ে ম্যাক্সওয়েল ও রান আউট হন চাপে পড়ে পাঞ্জাব, নিকোলাস পুরান চেষ্টা করেন কিন্তু পারেন নি। তিনি করেন ৭৭। ১৩২ রানে থেমে গেল পঞ্জাব। ১৯ বল বাকি থাকতে সানরাইজার্স হায়দ্রাবাদ জিতল ৬৯ রানে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584