ধোনি লড়াইয়েও হার চেন্নাইয়ের

0
120

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

মাহি মার রাহা। দুবাইয়ের গরমে ধোনির চার, ছয় যেন দমকা বাতাস। তবুও গরমের বিরুদ্ধে লড়াই করেও ক্লান্ত ফিনিশার ধোনি পারলেন না হায়দ্রাবাদের বিরুদ্ধে সিএসকে-কে জেতাতে।

CSK | newsfront.co

প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদ ব্যাটিং টপ অর্ডার কিন্তু ব্যর্থ হয়। উইলিয়ামসন (‌৯)‌ বেয়ারস্টো (‌০)‌ রান করেন। অভিষেক শর্মা (৩১)‌, মনীশ পান্ডে (২৯) এবং ডেভিড ওয়ার্নার (২৮) রান করেন। তবে নায়ক তরুণ গর্গ, ২০ ওভার ১৬৪ পাঁচ উইকেট হারিয়ে তোলে হায়দ্রাবাদ।

SRH | newsfront.co

১৬৫ রান তাড়া করতে নেমে এদিনও ব্যাটিং বিপর্যয়ে সামনে পড়ে চেন্নাই। ওয়াটসন (‌১)‌, রায়ডু (‌৮)‌, কেদার যাদব (‌৩)‌ এবং ফাফ ডু’‌প্লেসি (২২‌) রান করেন। তবে ধোনি ও জাদেজা জুটিতে জয়ের স্বপ্ন দেখা শুরু হয় সিএসকের।

আরও পড়ুনঃ রাহুলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন সচিনের

ধোনি মারা শুরু করেন, শেষওভারে জয়ের জন্য ২৮ রান প্রয়োজন ছিল চেন্নাইয়ের। কিন্তু পারলেন না ধোনি। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৫৭ রানে থেমে যায় চেন্নাইয়ের ইনিংস। এটা হারের হ্যাট্রিক চেন্নাই দলের। এদিন ম্যাচে খেলতে নেমেই ইতিহাস গড়লেন মহেন্দ্র সিং ধোনি। সুরেশ রায়নাকে টপকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মাহি। ম্যাচটি ধোনির ১৯৪ তম ম্যাচ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here