অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
ব্যাট হাতে ঋদ্ধিমান সাহার পারফরম্যান্স নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন তাদের দিলেন উপযুক্ত জবাব। ২০১৪ আইপিএলের ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে দুর্দান্ত শতরান করার পর ফের স্মরণীয় ইনিংস একটুর জন্য এল না শতরান তবুও হায়দ্রাবাদের হয়ে ব্যাট হাতে মন ভরালেন কেকেআর ম্যাচে।
৩১ বলে ৩০ রানের মন্থর ইনিংস খেলার পর আর সুযোগই পাননি। অবশেষে এল সুযোগ। পরের দশটি ম্যাচ খেলে তাঁর দল সানরাইজার্স হায়দ্রাবাদ যখন আট দলের মধ্যে সাত নম্বরে তখন দিল্লি ক্যাপিটালস ম্যাচে ঋদ্ধিকে দিয়ে ওপেন করালেন ডেভিড ওয়ার্নার। আর ৪৫ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেলে অধিনায়কের আস্থার যোগ্য মর্যাদা দিলেন বাংলার এই কিপার।
আরও পড়ুনঃ নেই রাজ্য সরকারের অনুমতি তাই পিছিয়ে যাচ্ছে আই লিগ
মাত্র ২৭ বলে অর্ধশতরান করে বোঝালেন, টি-২০ ক্রিকেটের দুনিয়ায় এখনও তিনি বেমানান নন। রাবাদা, অশ্বিনদের বলে বলে পেটালেন, হলেন ম্যাচের সেরাও।
তবুও রয়েছে চিন্তা ব্যাট করার সময় কুঁচকিতে চোট পান ফলে কিপিং করতে নামেননি তার জায়গায় বাংলার আর এক উইকেট রক্ষক শ্রীবৎস গোস্বামী কিপিং করেন পরের ম্যাচে নামতে পারবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584