প্রবল সঙ্কটে শ্রীলঙ্কার অর্থনীতি, সামাল দিতে দিনে ১০ ঘন্টা বিদ্যুৎ ছাঁটাই-এর সিদ্ধান্ত নিল সরকার

0
57

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ভয়াবহ অর্থ সঙ্কটে শ্রীলঙ্কা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে শ্রীলঙ্কা সরকার ঘোষণা করেছে, বুধবার থেকে রাজধানী কলম্বো-সহ গোটা দেশে দিনে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একেবারে তলানিতে ঠেকেছে বিদেশী মুদ্রার ভান্ডার। ১৯৪৮ সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের পরে দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রের অর্থনীতি কখনও এতটা খারাপ হয়নি। ১০ ঘন্টা করে বিদ্যুৎ পরিষেবা বন্ধের ফলে সমস্যায় জেরবার হাসপাতালগুলি।

Srilanka electricity issue
আর্থিক সঙ্কট সামাল দিতে শ্রীলঙ্কায় দিনে ১০ ঘন্টা বিদ্যুৎ ছাঁটাই, ছবিঃ এবিপি

একদিকে দীর্ঘ ৩০ বছরের ওপর চলা গৃহযুদ্ধে সামরিক খাতে মাত্রাতিরিক্ত ব্যয়ের ফলে অর্থনৈতিক চাপ বেড়েছিল প্রবল। গত দুবছরে করোনা অতিমারির ভয়ঙ্কর প্রভাব পড়ে শ্রীলঙ্কার পর্যটন শিল্পে, যার জেরে টান পড়ে বিদেশী মুদ্রার ভাঁড়ারে। বিদেশী মুদ্রার অভাবে কাগজ ও কালি আমদানি করতে পারছেনা রাজাপক্ষে সরকার ফলে স্কুল স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সমস্ত পরীক্ষা। , দু’টি জাহাজে করে বাইরে থেকে তেল এলেও, ডলারের অভাবে তা হাতে নেওয়া যাচ্ছে না বলে গত সপ্তাহে জানিয়েছিলেন শ্রীলঙ্কার পেট্রোলিয়ামমন্ত্রী উদয় গমনপিলা।

আরও পড়ুনঃ সাংবাদিক রানা আয়ুবকে মুম্বাই বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা অভিবাসন দপ্তরের

আতঙ্কে ভুগছেন দেশের সাধারণ মানুষও। খাবার এবং অত্যাবশকীয় জিনিসপত্র মজুত করার প্রবণতা বাড়ায় তৈরি হয়েছে সঙ্কট। দোকান এবং পেট্রোল পাম্পগুলিতে পড়ছে দীর্ঘ লাইন কিন্তু সরবরাহ নেই ফলে ছোটখাট অশান্তির ঘটনাও ঘটছে। পেট্রোল পাম্পগুলিতে নজরদারির জন্য সেনা নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। বিদেশী ঋণে জর্জরিত শ্রীলঙ্কাকে কম সুদে ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার কথা জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার বিমস্টেক সম্মেলনে যোগ দিতে কলম্বো গিয়ে একথা ঘোষণা করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here