স্পোর্টস ডেস্কঃ
শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে শ্রীলঙ্কাকে ১১৫ রানে পরাজিত করে ৩-০তে সিরিজ জয় করল নিউজিল্যান্ড।
সিরিজের শেষ ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। রস টেলর ও হেনরি নিকোলাসের জোড়া সেঞ্চুরিতে নির্দিষ্ট ৫০ ওভারে ৪ উইকেটে ৩৬৪ রান তোলে নিউজিল্যান্ড। ৩ উইকেট পেলেও মালিঙ্গা ১০ ওভারে ৯৩ রান খরচ করেন।
রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ৪১.৪ ওভারে ২৪৯ রানেই গুটিয়ে যায়। শ্রীলঙ্কার হয়ে থিসারা পেরেরা সর্বোচ্চ ৮০ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে লকি ফার্গুসন ৪ টি ও ইস শোধী ৩ টি উইকেট তুলে নেন। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন রস টেলর।
আগামী ১১ ই জানুয়ারি দুই দলের মধ্যে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এই একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ থেকে বাইরে চলে গেলেন নিউজিল্যান্ডের অন্যতম সফল অলরাউন্ডার জিমি নিশাম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584