অন্নহারা এক দম্পতির পাশে স্থানীয় স্বেচ্ছাসেবীরা

0
86

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

করোনার মোকাবিলায় সারা রাজ্য জুড়ে চলছে লকডাউন।আর এই লকডাউনের ফলে গৃহবন্দী হয়ে পড়েছেন রাজ্যের মানুষ। কর্মহারা হয়ে গিয়েছে দিন আনে দিন খায় পরিবারগুলি। আর এই পরিস্থিতিতে গরিব পরিবারগুলি দু’বেলা দু’মুঠো অন্ন জোগাতে হিমশিম খেয়ে যাচ্ছে। ফলে দু’মুঠো খাবার পাওয়ার লক্ষ্যে বেরিয়ে পড়েছেন রাস্তাঘাটে।

Couple | newsfront.co
অসহায় দম্পতি। নিজস্ব চিত্র

এই পরিস্থিতিতেই বিভিন্ন ক্লাব সংগঠন থেকে শুরু করে সমাজসেবী সংগঠনগুলি এইসব মানুষদের কথা মাথায় রেখে যেমন এগিয়ে আসছে, তেমনই এক ছবি ধরা পরল পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া এলাকায়।

আরও পড়ুনঃ চোপড়াতে চিকিৎসকদের শ্রদ্ধাজ্ঞাপন বিজেপির

খাবারের খোঁজে অসহায় এক দম্পতি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন এলাকার বিভিন্ন জায়গায়। হলদিয়া থেকে মেচেদার কাছে এই দম্পতি এলে নজরে আসে স্থানীয় এক সমাজসেবী “সৃজন” সমাজসেবী সংগঠনের। এরপর ওই দম্পতিকে খাদ্য সামগ্রী দেওয়া সহ আগামী দিনে পাশে থাকার অঙ্গীকার করলেন এই সমাজসেবী সংগঠন। আর এতেই স্বস্তি বোধ করেছে এই দম্পতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here